ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিএলের মাঠে কাঁদলেন রাসেল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ২৫ ১৪:৫৮:০০
আইপিএলের মাঠে কাঁদলেন রাসেল

ঠিক গতকাল আন্দ্রে রাসেল সেই ব্রাথওয়েটের মতো পরীক্ষার সম্মুখীন হয়েছেন।সফলও হয়েছেন।বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ৩ বল হাতে রেখে জয় পেয়েছে।আর গতকাল কেকেআর ২ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছেড়েছে।

১৯ বলে ঝোড়ো ৪৯ রান করে মৌসুমের প্রথম জয় এনে দিলেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। ১৯তম ওভারে ভুবনেশ্বর কুমারকে দ্বিতীয় ছয় মেরে কেঁদে ফেলেন ম্যাচের নায়ক। বড় ম্যাচের নায়করা তো কাঁদে না।তাহলে রাসেল কি চাপে পড়ে কাঁদলেন।ভুল। ভক্ত-সমর্থকদের ভালো বাসায় মাঠেই কেঁদেছেন ক্যারিবীয়ান দানব।রাসেল যখন বড় বড় ছক্কা হাঁকাচ্ছেন, তখন ভক্তরা উল্লাসে মেতে উঠেন।আর তাদের এমন সমর্থন রাসেলের মন কেড়েছে।

সেই সঙ্গেই চোখের জল মুছে বলে দেন, ‘‘বিগ ম্যান্স ডোন্ট ক্রাই’’। বড় ম্যাচের নায়কেরা কখনও কাঁদে না।

রাসেল নিজেই এ কথা জানালেন শাহরুখ খানকে। ম্যাচ শেষে ‘কিং খান’ নিজেই টুইট করে লেখেন, ‘আন্দ্রে আমাকে বলে, দর্শকের সমর্থন পেয়ে ও এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিল যে, মনে করেছিল কেঁদে ফেলবে। তার পরেই সিদ্ধান্ত নেয় যে, বড় ম্যাচের নায়কেরা প্রকাশ্যে কখনও কাঁদে না।’

এমনকি ১৯তম ওভারের আগে শুভমন গিলকে রাসেল নিজেই জানিয়ে দেন যে, ওভারের বেশির ভাগ বল তিনিই খেলবেন। কারণ আন্দাজ করতে পেরেছিলেন যে, শেষ ওভারে বল করার মতো উপযুক্ত বোলার হায়দরাবাদের কাছে নেই। ভুবি, সিদ্ধার্থ কল, রশিদ খান প্রত্যেকেরই চার ওভার শেষ হয়ে গিয়েছিল। ১৯তম ওভারে তাই বেশির ভাগ রান তুলে নিতে চেয়েছিলেন রাসেল। সেটাই হল। কিন্তু শেষ ওভারে শুভমন গিল দু’টি ছয় মেরে ম্যাচ জেতানোর পরে মজা করে রাসেল বলেন, ‘আমার পুরো স্পটলাইট ও নিয়ে চলে গেল।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে