ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘শেষ ওভারে সাকিবকে দিয়ে বল করানো ছিল অধিনায়ক ভুবনেশ্বরের বড় ভুল’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ২৫ ২০:৪৭:৪৬
‘শেষ ওভারে সাকিবকে দিয়ে বল করানো ছিল অধিনায়ক ভুবনেশ্বরের বড় ভুল’

শেষ ওভারে কলকাতার জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান। সে সময় হায়দরাবাদের অধিনায়ক ভুবনেশ্বর কুমার বোলিংয়ে নিয়ে আসেন বাঁহাতি স্পিনার সাকিবকে। যা দেখে অবাক হয়েছিলেন কলকাতার ব্যাটসম্যান নিতিশ রানা।

বাঁহাতি এই ব্যাটসম্যান মনে করেন, আন্দ্রে রাসেল এবং শুভমান গিল ক্রিজে থাকা অবস্থায় বাঁহাতি স্পিনার সাকিবকে এনে ভুল করেছিল হায়দরাবাদ। শেষ ওভারে অন্য কেউ বোলিং করলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত বলে তার ধারণা।

তিনি বলেন, ‘শেষ ওভারটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, সে সময় যদি ভুবনেশ্বর বা অন্য কেউ বোলিং করতো তাহলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। আমার কাছে মনে হয় উনাদের প্ল্যানিং উল্টা পাল্টা হয়ে গিয়েছিল। রাসেল আর শুভমান ক্রিজে থাকলে শেষ ওভারে বাঁহাতি স্পিনার আনতে পারেন না।’

প্রসঙ্গত, শেষ ১৮ বলে কলকাতার জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৩ রান। সেখান থেকে আন্দ্রে রাসেল এবং শুভমান গিলের ব্যাটে ২ বল বাকি থাকতে জয় তুলে নেয় কলকাতা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে