ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার আইপিএলের ধারাভাষ্যে হাবিবুল বাশার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ এপ্রিল ১৯ ১০:০৮:০৫

এর আগে ধারাভাষ্য দেয়ার অভিজ্ঞতা ছিল না বাশারের। তবে দীর্ঘদিন ক্রিকেট খেলার মধ্যে থাকায় প্রথমবারের মতো ধারাভাষ্য দেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

টাইগারদের অন্যতম সফল অধিনায়ক বলেন, আমি মনে করি, খুব একটা সমস্যা হবে না। আমার ক্রিকেট খেলার যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমি তো ক্রিকেট নিয়েই কথা বলব, তাই না? প্রশ্ন রাখেন তিনি।

ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসার হয়ে বাংলায় ধারাভাষ্য দেবেন বাশার। এ লক্ষ্যে ১৯ এপ্রিল ঢাকা ত্যাগ করবেন তিনি। সাতদিনের জন্য ভারতে থাকার কথা তার।

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে অনেকেই এ নিয়ে মতামত প্রকাশ করছেন।

হাবিবুল বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট ও ১১১টি ওয়ানডে খেলেছেন। টেস্টে ৩ হাজার ২৬ ও ওয়ানডেতে ২ হাজার ১৬৮ রান করেছেন তিনি।

মাশরাফি-সাকিবদের ম্যাচ মানেই আতহার আলী খানের প্রাণবন্ত কণ্ঠস্বর। এর আগে তার এমন অভিজ্ঞতা হয়েছে। সাধারণত ইংরেজিতে ধারাভাষ্য দিলেও আইপিএলের দ্বাদশ আসরে তিনিও একই চ্যানেলে বাংলায় ধারাবিবরণী দেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে