ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ দলের বিশ্বকাপ ক্যাম্প আগামীকাল থেকে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ এপ্রিল ২১ ১৪:০৭:২৫
বাংলাদেশ দলের বিশ্বকাপ ক্যাম্প আগামীকাল থেকে

জানা গেছে, ঢাকায় ফিরেই ক্রিকেটারদের নিয়ে কাজে নেমে পড়েছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। অপরদিকে তামিম-মাহমুদউল্লাহদের ফিটনেস নিয়ে কাজ করছেন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন। এ ছাড়াও স্পিন কোচ সুনীল যোশি, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুকও ক্যাম্প শুরুর আগেই ঢাকায় পৌঁছাবেন।

আরো জানা গেছে, আগামীকাল সকাল ৯টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে ক্রিকেটারদের। মিরপুর স্টেডিয়ামের ইনডোরে প্রথম দিনে থাকবে শুধু ফিটনেসের কাজ। তবে পরে ব্যক্তিগতভাবে অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা।

ক্যাম্পের সময়ে ইনডোরের উইকেট ছাড়াও বোলিং মেশিনে ব্যাটিং করবেন মুশফিক-তামিমরা। এ সময়ে জাতীয় দলের বাইরে কোনো ক্রিকেটার ইনডোরে অনুশীলনের সুযোগ পাবেন না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে