ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে মোহাম্মাদ আমির

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ এপ্রিল ২২ ১৫:৫০:২১
বিশ্বকাপে মোহাম্মাদ আমির

গত ১৮ এপ্রিল বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সেই দল থেকে বাদ পরেছেন পেসার মোহামম্দ আমির। এর জন্য অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে পিসিবি। অবশেষে সমালোচনার তোপ থেকে বাঁচতে আমিরকে বিশ্বকাপ স্কোয়াডের স্ট্যান্ড বাই তালিকায় রেখেছে পিসিবি।

তবে লেগ স্পিনার শাদাব খানের অসুস্থতা ভাবিয়ে তুলেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। অজানা ভাইরাসে আক্রান্ত শাদাবকে কমপক্ষে চার সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এ লেগ স্পিনারকে রাখা হয়নি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। বিশ্বকাপের আগে শতভাগ সুস্থ হবেন কিনা সে শঙ্কাও থাকছে।

তবুও ৯২ এর সুখস্মৃতি ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ শোয়েব মালিক। সাথে ঘোষণা দিলেন এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। তিনি জানান, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। তাই পাকিস্তানের হয়ে জিততে চাই। তরুন ও অভিজ্ঞের মিশেলে অসাধারণ একটি দল আমাদের। আমি বিশ্বাস করি আমাদের সে সামর্থ্য আছে ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে