ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিজকে নিয়ে বড় দুশ্চিন্তা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ এপ্রিল ২২ ১৬:২৫:৩৯
ফিজকে নিয়ে বড় দুশ্চিন্তা

বিশ্বকাপের আগে বাংলাদেশের পেস বোলিং ইউনিট নিয়ে চিন্তায় আছে দল। মুস্তাফিজুর রহমান গোড়ালির ইনজুরিতে আছেন। রুবেল হোসেনের আছে সাইড স্ট্রেইন। পেস অলরাউন্ডার সাইফউদ্দিনের কনুইয়ের ইনজুরি। আবু জায়েদও পেয়েছেন সামান্য আঘাত। তবে বড় দুশ্চিন্তা মুস্তাফিজকে নিয়ে।

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোটলি ওয়ালস বিষয়টি নিয়ে কিছুটা চিন্তিত। তবে মুস্তাফিজুর রহমানকে নিয়ে তিনি কোন ঝুঁকি নিতে চান না। তাই তাকে দলে বা অনুশীলনে ফেরানো নিয়ে কোন তাড়াহুড়ো চান না তিনি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসারের মতে, বিশ্বকাপে পুরো ফিট মুস্তাফিজ ম্যাচ জয়ী বোলার হয়ে উঠতে পারে। তাকে নিয়ে তাই কোন ঝুঁকি নয়।

২০১৫ বিশ্বকাপের পর বাংলাদেশের বোলিংয়ের অন্যতম ভরসা হয়ে ওঠা মুস্তাফিজকে নিয়ে ওয়ালস বলেন, 'সে পুরো ফিট হলে বিশ্বকাপে দলের হয়ে বড় অবদান রাখবে। আমরা একজনের ওপর নির্ভরশীল না। আমাদের সাকিব, মাশরাফি, রুবেল আছে যারা বেশ ধারাবাহিক। ইনজুরির কারণে মুস্তাফিজ তার সেরা ছন্দে নেই। তবে আমি মনে করি, ফিট মুস্তাফিজ আমাদের ম্যাচ জেতাতে পারে।'

আয়ারল্যান্ডেও মুস্তাফিজকে কম ব্যবহার করা হবে ইঙ্গিত দিলেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ, 'আমাদের হাতে এখনও বেশ সময় আছে। আমার মত হলো, আমরা তাকে অনুশীলনে ফেরানোর ব্যাপারে তাড়াহুড়ো করবো না। এমনকি আয়ারল্যান্ডে আমরা তাকে বেশি ব্যবহার করবো না। তাতে করে বিশ্বকাপে সতেজ মুস্তাফিজকে আমরা পাবো না।'

ইংল্যান্ডে বিশ্বকাপ হবে ব্যাটিং সহায়ক উইকেটে। বোলারদের জন্য তাই ভালো করা কঠিন হয়ে যাবে। ওয়ালস তাই মনে করছেন, শুধু ভালো বোলিং নয়। বরং কোথায় কাকে, কিভাবে ব্যবহার করা হবে সেগুলোও মাথায় রাখতে হবে। ঠিক মতো বোলার ব্যবহার করা গেলে রান আটকানো যাবে বলে মনে করেন তিনি।

বিশ্বকাপে কোথাও বলে ভালো সুইং করবে। কোথাও সুইং বা পেস কম পাওয়া যাবে। কন্ডিশন বুঝে তাই বোলিং করার পরামর্শ ওয়ালসের। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনকে নিয়ে বেশ উচ্ছ্বসিত কোচ ওয়ালস। তিনি বলেন, 'সম্প্রতি সাইফউদ্দিনের মতো বোলারের উন্নতি দেখে আমি উচ্ছ্বসিত। ভালো বল করছে সে। উচ্ছ্বসিত হওয়ার মতোই অলরাউন্ডার সে। সাইফ নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী। তার সুস্থ হয়ে ওঠা আমাদের জন্য হবে বড় সুবিধা।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে