ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপের আগে বাংলাদেশকে নিয়ে চিন্তিত ওয়ালশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ এপ্রিল ২২ ১৯:৩০:৫৯
বিশ্বকাপের আগে বাংলাদেশকে নিয়ে চিন্তিত ওয়ালশ

তারা হলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। তামিম বাদে সবাই সম্প্রতি ইনজুরিতে পড়েন। এদিকে বাংলাদেশ দলের পেসারদের চোট চিন্তার ভাঁজ ফেলেছে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কপালে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখুন এবারের বিশ্বকাপ অনেক লম্বা। ৯টা করে ম্যাচ খেলতে হবে সবাইকে। এই অবস্থায় ক্রিকেটারদের ফিট থাকাটায় বড় একটা চ্যালেঞ্জ। স্কোয়াডে থাকা সব পেসাররাই ছোটখাটো চোটে ভুগছে। এটা আমার জন্য দুশ্চিন্তার কারণ। আশা করি, সফরে যাওয়ার আগেই সবাই সুস্থ হয়ে উঠবে।’

তিনি আরো বলেন, ‘প্রথাগতভাবে ইংল্যান্ডের উইকেট পেস সহায়ক হয়ে থাকে। কিন্তু এটা যেহেতু আইসিসির ইভেন্ট তাই উইকেট ব্যাটসম্যানদের পক্ষেই থাকবে। সাফল্য পেতে হলে আপনাকে ভালো জায়গায় বল করতে হবে। বুদ্ধি খাটাতে হবে। ইংলিশ কন্ডিশন অন্য দেশের মতো না। একটু কৌশলী হলেই আপনি ভালো করতে পারবেন।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে