ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাত্র ২৫ বলে সেঞ্চুরি আর ২০ ওভারে রানের পাহাড়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ এপ্রিল ২৩ ১১:১০:০২
মাত্র ২৫ বলে সেঞ্চুরি আর ২০ ওভারে রানের পাহাড়

৩৯ বলে ১৪৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ক্রিকেট বিশ্বে নতুন চমক সৃষ্টি করেছেন স্কটল্যান্ডের এ ব্যাটসম্যান। তার ইনিংসটি ছিল ৫টি চার আর ২০টি ছক্কায় সাজানো।

এই ম্যাচের কথা যখন আসছে তখন টি-২০ ক্রিকেটের ব্যক্তিগত এবং দলীয় সর্বোচ্চ রানের কথা না এসে পারে না। দ্রুততম সেঞ্চুরির বিষয়টিও চলে আসে। টি-২০ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান ক্রিস গেইলের ১৭৫। ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএলে পুনের বিপক্ষে বিগ বস ওই ইনিংস খেলেন। সেঞ্চুরি করেন মাত্র ৩০ বলে। যা টি-২০ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি। ব্যাঙ্গালুরু ওই ম্যাচে ৫ উইকেট হারিয়ে ২৬৩ রান তোলে।

এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ দলীয় ইনিংস আফগানিস্তানের। চলতি বছরই আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানরা ৩ উইকেটে ২৭৮ রান তোলে। আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাই ওই ম্যাচে খেলেন হার না মানা ১৬২ রানের ইনিংস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে