ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দর্শকদের দাবী মেনে বিপিএলের মত একই সিদ্ধান্ত নিল আইপিএল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ এপ্রিল ২৮ ১৬:০৩:১১
দর্শকদের দাবী মেনে বিপিএলের মত একই সিদ্ধান্ত নিল আইপিএল

স্ট্র্যাটেজিক টাইম আউটসহ সব মিলিয়ে ম্যাচগুলো শেষ হচ্ছে রাত প্রায় ১২টার দিকে। এতে দর্শকরা বাড়ি ফিরে পরেরদিন সকালে কাজে যেতে বিড়ম্বনার সম্মুখীন হচ্ছিলেন।

এ কারণে আইপিএলের রাতের ম্যাচে সময় এগিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন দর্শকরা। দর্শকদের দাবি দেরিতে হলেও পূরণ করেছে টুর্নামেন্টের আয়োজক বিসিসিআই। সংস্থাটি জানিয়েছে, চলতি দ্বাদশ আসরের প্লে-অফের ম্যাচগুলো রাত ৮টার পরিবর্তে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে, অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী রাত ৮টা।

ঐ ম্যাচগুলোতে টস হবে সন্ধ্যা ৭টা, যা লিগ পর্বের ম্যাচের ক্ষেত্রে সাড়ে ৭টায় হয়ে থাকে। আইপিএলের প্লে-অফের সময় মেনে শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট উইমেন’স টি-টোয়েন্টি চ্যালেঞ্জও। ৬ মে শুরু হতে যাওয়া আসরটির পর্দা নামবে ১১ মে। আসরে অংশ নিতে যাওয়া তিনটি দল হল টিম ভেলোসিটি, সুপারনোভাস ও ট্রেইলব্লেজারস।

এই আসরে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অংশ নেবেন মহিলা দলের পেসার জাহানারা আলম। তিনি খেলবেন ভেলোসিটির হয়ে। এই আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে রাজস্থানের মানসিং স্টেডিয়ামে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে