ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের আগেই সাকিব-রুবেলের জন্য সুখবর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মে ২৫ ১২:১৬:০৯
বিশ্বকাপের আগেই সাকিব-রুবেলের জন্য সুখবর

সেই দুশ্চিন্তা- চোটে ছিলেন সাকিব আল হাসান ও রুবেল হোসেন। তবে শুক্রবার (২৪ মে) সংবাদমাধ্যমকে রুবেল জানালেন- তিনি এবং সাকিব দুজনই এখন ফিট আছেন।

সাকিব-রুবেল দুজনই ‘ফিট’ -

রুবেল বলেন, ‘এখন আমি সম্পূর্ণ ফিট। গত চার-পাঁচটা সেশন আমি বোলিং করেছি। সাকিব ভাই এখন ভালোই আছেন। বোলিং-ব্যাটিং করছেন। সবশেষ তার মুখ থেকেই শুনেছি তিনি ভালো আছেন।’

রুবেল আরও জানিয়েছেন, দলে এখন নেই ইনজুরিজনিত কোনো সমস্যা। বিশ্বকাপ শুরুর আগে যা দলের জন্য বেশ স্বস্তির এক খবর।

রুবেল বলেন, ‘আমাদের দলে এখন কারোরই তেমন ইনজুরি নেই।’

গত বিশ্বকাপে দলের অন্যতম প্রধান বোলার হয়ে থাকলেও এবার রুবেলের একাদশে সুযোগ পাওয়া সহজ নয়। রুবেল নিজেও মেনে নিচ্ছেন সেই বাস্তবতা। তবে দলে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন, এই আশ্বাস দিলেন।

সাংবাদিকদের রুবেল বলেন, ‘একাদশে সুযোগ পাওয়া অবশ্যই কঠিন। তবে আমাকে যদি খেলার সুযোগ দেয় এবং আমি যদি দলে থাকি, তাহলে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব। চেষ্টা করব বেস্ট ক্রিকেট খেলার।’

রুবেল তাই জানালেন, সুযোগের অপেক্ষায়ই আছেন তিনি। আয়ারল্যান্ডের সাথে ইংল্যান্ডের উইকেটের যথাসম্ভব সামঞ্জস্য খুঁজে ত্রিদেশীয় সিরিজের অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যয় তার।

রুবেল বলেন, ‘আসলে আমি সুযোগের অপেক্ষায়। দুটি জায়গাতে উইকেট প্রায় একই রকম। তবে আয়ারল্যান্ডে ঠাণ্ডা একটু বেশি ছিল। মনে হয়, এখানে (ইংল্যান্ডে) রান একটু বেশি হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে