ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আগামীকাল যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মে ২৫ ১৩:১৯:০৩
আগামীকাল যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের এবারের আসর। আসর শুরুর আগে প্রতিটি দল খেলবে দুটি করে প্রস্তুতি ম্যাচ, যথারীতি বাংলাদেশও। আর সেই দুটি প্রস্তুতি ম্যাচের একটি টেলিভিশনের পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা। সেই সুযোগ হয়েছে বাংলাদেশের একটি প্রস্তুতি ম্যাচ প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে বলে। সাধারণত প্রস্তুতি ম্যাচ অফিসিয়াল ব্রডকাস্টাররা সম্প্রচার করে না।

তবে ভারতের ম্যাচ হলে ভারতভিত্তিক স্পোর্টস টেলিভিশন ব্রডকাস্টার স্টার স্পোর্টস নেটওয়ার্ক নিজেদের উদ্যোগে সম্প্রচার করবে। অর্থাৎ, ভারত যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেগুলো দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের পর্দায়।

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৬ ও ২৮ মে। দুটি ম্যাচই কার্ডিফে অনুষ্ঠিত হবে। ম্যাচ ২টি শুরু হবে বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ থাকবে পাকিস্তান, পরের ম্যাচে ভারত। তাই ২৮ মে ভারতের বিপক্ষে টাইগারদের প্রস্তুতি ম্যাচটি দর্শকরা দেখতে পারবেন টিভি পর্দায়।

কাঁধের চোটের পর বোলিং বাদ রেখেছিলেন। এ দিনই আবার বোলিংয়ে ফিরলেন মাহমুদউল্লাহ। প্রথম দিনের বোলিং আশা দেখাচ্ছে তাকে ও বাংলাদেশ দলকে। এই অলরাউন্ডের বিশ্বাস, বোলিং করতে পারবেন বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেই।

এদিন অনুশীলনে মাহমুদউল্লাহ মাঠের এক পাশে বল হাতে নিয়ে হাত ঘোরান। সাথে ছিলেন স্পিন কোচ সুনীল যোশী। কাছ থেকেই তীক্ষ্ণ নজর রাখছিলেন ফিজিও তিহান চন্দ্রমোহন।

নেটে বোলিংয়ের পরই ম্যাচে বোলিং করার বিশ্বাসটা পাচ্ছেন মাহমুদউল্লাহ। বোলিংয়ের পর রিয়াদ বলেন,“খুব ভালো লাগছে, আজকে প্রথম বোলিং করলাম (চোটের পর)। তিন ওভার বোলিং করেছি। ব্যথা এখনও আছে। তবে মনে হচ্ছে খুব সমস্যা হবে না। প্রস্তুতি ম্যাচেই আশা করি অন্তত দুই-তিন ওভার বোলিং করতে পারব।”

বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

পাকিস্তানের স্কোয়াডঃ সরফরাজ আহমেদ-(অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, আসিফ আলী, সাদাব খান, ইমাদ ওয়াসিম, হ্যারিস সোহেল, হাসান আলী, শাহীন আফ্রিদি, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাসনাইন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে