ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘প্রতিটা ম্যাচ জিততে চাই, ফাইনাল খেলতে চাই’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মে ২৫ ১৭:৩৭:৫৮
‘প্রতিটা ম্যাচ জিততে চাই, ফাইনাল খেলতে চাই’

বাংলাদেশকে কোথায় দেখতে চান এমন প্রশ্নের উত্তরে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ বলেছেন, ‘দলকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই। বিশ্বের সেরা দল হিসেবে দেখতে চাই। খেলোয়াড়দের ফিটনেস ঠিক থাকলেই এই বিশ্বকাপেই আমাদের বড় কিছু করার ভালো সুযোগ আছে।’

আগামীকাল বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। যে দলটাকে ১৯৯৯ সালে বিশ্বকাপের প্রথম সাক্ষাতেই হারিয়ে দিয়েছিল বাংলাদেশ।

সেই জয়ের সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করতে বললে খালেদ মাহমুদ বলেন, ‘ওটা প্রথম বিশ্বকাপ ছিল। আমাদের সবার মধ্যে একটা ভালোলাগা ছিল যে বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে। তখন যেমন স্কটল্যান্ডকে হারানো একটা বড় প্রত্যাশা ছিল। আমরা ভাগ্যবান যে ওই বিশ্বকাপে আমরা পাকিস্তানকে হারিয়েছিলাম। এখনকার টিম একেবারেই অন্যরকম। এখন আমরা প্রতিটা ম্যাচ জিততে চাই, ফাইনাল খেলতে চাই।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে