ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এই দলকে আমরা কখনই ছাড় দিবো না

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মে ২৫ ২৩:১৪:১০
এই দলকে আমরা কখনই ছাড় দিবো না

পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা যে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং বিশ্বকাপ-যাত্রা জয় দিয়ে শুরু করতে যাচ্ছে, সেটি মিরাজকে দেখেই বোঝা যাচ্ছে। শুধু দেখেই বোঝা যাচ্ছে না, মুখেও বাংলাদেশ দলের এই স্পিন অলরাউন্ডার আজ জানিয়ে গেলেন, পাকিস্তানকে ছাড় নয়, ‘মোটেও গা-ছাড়া ভাব নিয়ে খেলব না। আমাদের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রস্তুতি ম্যাচ ভালো খেলতে পারলে বিশ্বকাপের ম্যাচে গিয়ে আরও সহজ মনে হবে। জানেনই তো, বিশ্বকাপের ম্যাচে অনেক চাপ থাকবে। এখানে যদি শতভাগ দিতে পারি, ওখানে কাজটা সহজ হয়ে যাবে।’

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড ভালো। সর্বশেষ ৪ সাক্ষাতের প্রতিটি জিতেছে বাংলাদেশ। কদিন আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতেছেন মিরাজরা, অপরাজিত চ্যাম্পিয়ন। অন্যদিকে পাকিস্তান আছে টানা পরাজয়ের বৃত্তে। মিরাজ বলছেন, শুধুই ঝালিয়ে নেওয়ার জন্য নয়; ম্যাচটা তাঁরা জিততেই নামবেন, ‘ম্যাচ জিতলে অনেক আত্মবিশ্বাসী হওয়া যায়। প্রস্তুতি ম্যাচ, এটা আমাদের মাথায় নেই। অবশ্যই আমাদের জিততে হবে। যেটা বললাম, ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বাড়ে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে যেভাবে খেলেছি, ওটা ধরে রাখতে পারলে আশা করি ভালো হবে।’

ব্রিস্টলে আফগানিস্তানের কাছে হেরে পাকিস্তান কার্ডিফে এসেছে আজ সকালে। এসেই তারা হোটেলবন্দী, মাঠমুখো আর হয়নি। টানা হেরে ক্লান্ত পাকিস্তান একটু স্বস্তিতে শ্বাস নেওয়ার উপায় খুঁজছে। ইংল্যান্ডের বিপক্ষে প্রতি ম্যাচেই ব্যাটসম্যানরা ভালো রান পেয়েছে। কিন্তু সিরিজের ফল ৪-০! এর মধ্যেই বিশ্বকাপ প্রস্তুতির শুরুটা হয়েছে একদম বাজে। পুঁচকে আফগানিস্তানের কাছে হার! তাদের সেই জ্বালা বাড়িয়ে দেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে