ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তান-বাংলাদেশ ম্যাচটি আজ যে সময় ও মোবাইলেন সরাসরি দেখবেন যেভাবে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মে ২৬ ১০:৫২:৩৭
পাকিস্তান-বাংলাদেশ ম্যাচটি আজ যে সময় ও মোবাইলেন সরাসরি দেখবেন যেভাবে

বিশ্বকাপে মূল লড়াই শুরুর পূর্বে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।বিশ্বকাপের আগে ওয়ার্ম আপ ম্যাচ বা প্রস্তুতি ম্যাচে একবারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রবিবার (২৬ মে) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়।

ম্যাচটির ভেন্যু কার্ডিফের সোফিয়া গার্ডেন। বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ। ২৮ মে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে টাইগাররা লড়বে ভারতের বিপক্ষে।

অন্যদিকে পাকিস্তানের এটি দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ। এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খর্ব শক্তির আফগানিস্তানের কাছে হেরে যায় পাকিস্তান। এই ম্যাচে তাই জয়ের খোঁজে মরিয়া হয়ে থাকবে দলটি। অন্যদিকে জয় তুলে নিয়ে সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করতে উদগ্রীব থাকবে বাংলাদেশও।

উল্লেখ্য, বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে প্রতিটি দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর মূল লড়াইয়ে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে অন্তত ৯টি ম্যাচ খেলবে। ৩০ মে শুরু হবে এবারের বিশ্বকাপ।

যেখানে ম্যাচটি অনুষ্ঠিত হবে:টাইগারদের সবচেয়ে পরিচিত সুখ স্মৃতি বিজড়িত সেই কার্ডিফের সোফিয়া গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে খেলবে মাশরাফি বাহীনি।

ম্যাচ শুরুর সময়:ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে।

যেসকল চ্যানেল সরাসরি সম্প্রচার করবে:ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১ ও গাজী টেলিভিশন।

অনলাইনে সরাসরি দেখবেন যেভাবে:অনলাইনে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে র‍্যাবিটহোল বিডি এ্যাপস। এছাড়াও https://www.rabbitholebd.com/ ওয়েবসাইটে ফ্রি তে ম্যাচটি সরাসরি দেখা যাবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে