ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তারপরও পাকিস্তানকে নিয়ে ইতিবাচক ওয়াহাব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মে ২৬ ১৬:১২:৩২
তারপরও পাকিস্তানকে নিয়ে ইতিবাচক ওয়াহাব

সরফরাজ-আমিরদের আত্মবিশ্বাস বাঁড়াতে দ্বাদশ খেলোয়াড় হিসেবে থাকবেন সেখানকার দর্শকরা। দর্শক সমাগম থেকে বাড়তি সমর্থন পাওয়ারও আশা করছেন ওয়াহাব। ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। তাই ইংলিশদের মাটিতে নিজেদের দ্বিতীয় ঘর হিসেবে মানছেন সদ্য বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া এই পেসার।

'ইংল্যান্ডে আমরা প্রচুর সমর্থন পাবো। আমরা এই জায়গা খুব পছন্দ করি, কারণ এটা আমাদের দ্বিতীয় ঘর। এখানে, ২০০৯ এবং ২০১৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জয় আমাদেরকে অনেক এগিয়ে রাখবে।'

'এই ধরনের উইকেটে সাধারণত বল অনেক উঁচুতে ওঠে। এটা আমাদের শক্তির দিক। সুতরাং, এটাই সঠিক সময় কৌশলগুলো কাজে লাগানোর।' ওয়াহাবের ভাষায়।

ইংল্যান্ড বিশ্বকাপে মাঠের নামার আগে রবিবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এই ম্যাচে মাঠে নামার আগে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হেরেছে সরফরাজ আহমেদের দল।

তাঁর আগে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে হেরে আত্মবিশ্বাসের ঘাটতিতে আছে দলটি। এমন অবস্থাতেও ওয়াহাব রিয়াজ আশাবাদী বিশ্বকাপে ভালো কিছু করবে পাকিস্তান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে