ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুশফিক বিশ্বের জঘন্যতম উইকেটকিপার : নিউজিল্যান্ড মিডিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুন ০৭ ১১:৫০:১৫
মুশফিক বিশ্বের জঘন্যতম উইকেটকিপার : নিউজিল্যান্ড মিডিয়া

কিন্তু এই ম্যাচে হাস্যকর ভুল করে বসেন দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের ইনিংসের ১১তম ওভারে সাকিবের দ্বিতীয় বলে রস টেলর বল কাছে ঠেলে দিয়ে উইলিয়ামসনের সঙ্গে প্রান্ত বদলের চেষ্টা করেন। কিন্তু তামিম বলটি ছুঁড়ে দেন স্ট্রাইকিং প্রান্তে।

তামিমের বল স্টাম্পের দিকেই যাচ্ছিল কিন্তু নিজ চেষ্টায় বল ধরতে গিয়ে গ্লাভস দিয়ে স্ট্যাম্পের বেল ফেলে দেন মুশফিক। যার ফলে আউট হয়নি উইলিয়ামসন। আর ম্যাচ হারের পর মুশফিকের এই ভুলকে ম্যাচ হারের কারণ হিসেবে দেখছেন অনেকেই। বিশ্ব মিডিয়াও মুশফিকের এই কাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করে যাচ্ছে।

নিউজিল্যান্ডের শীর্ষ পত্রিকা ‘দ্য স্টাফ’ ক্রিকেটপ্রেমীদের বক্তব্য তুলে ধরে মুশফিককে ‘বিশ্বের জঘন্যতম উইকেটকিপার’ আখ্যা দিয়েছে। বেশ কিছু মন্তব্য তুলে ধরে তারা লিখেছে, ‘মুশফিক ব্যাটসম্যান হিসেবে মাস্টারক্লাস হলেও উইকেটকিপার হিসেবে জঘন্য। এমন দ্বৈত পরিচিতি নিয়ে তিনি আর কতদিন চলতে চান?’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে