ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘আমি বুঝতে পারছি না কীভাবে একজন অধিনায়ক এতটা নির্বোধ হতে পারে’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুন ১৭ ১৭:১০:১৮
‘আমি বুঝতে পারছি না কীভাবে একজন অধিনায়ক এতটা নির্বোধ হতে পারে’

এদিকে এই হারের পিছনে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকেই দায়ী করেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না কীভাবে একজন অধিনায়ক এতটা নির্বোধ হতে পারে। সে কি জানে না, আমরা রান তাড়া করে খেলতে খুব একটা দক্ষ নই! উইকেটের চারদিকে পুরোটা শুষ্ক ছিল, ভেজা নয়। সে কি জানতো না যে আমাদের শক্তিটা বোলিংয়ে, ব্যাটিং নয়?’

তিনি আরো বলেন, ‘আপনি টস জিতেছেন তার মানে অর্ধেক ম্যাচ আপনি জিতে গেছেন। কিন্তু আপনি কি করলেন? আপনি চেষ্টা করতে থাকলেন, যাতে আমরা ম্যাচটা না জিতি। আবারো সেই নির্বোধ অধিনায়কত্ব এবং একদম বাজে ম্যানেজম্যান্ট।’

শোয়েব আখতার আরো বলেন, ‘অতীতে আমাদের রান তারা করার খুব একটা ভালো ইতিহাস নেই। ইনজামাম উল হক, মোহাম্মদ ইউসুফ, সাইদ আনোয়ার, শহীদ আফ্রিদি এসব বড় বড় ব্যাটসম্যানদের নিয়ে আমরা ১৯৯৯ বিশ্বকাপ খেলেছি এই মাঠে। কিন্তু ২২৭ রানই তাড়া করতে পারিনি। সুতরাং যখন আপনি সুযোগ পেয়েছেন টস জেতার, অবশ্যই আগে ব্যাটিং করা দরকার ছিল।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে