ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এরশাদের মরদেহ রংপুর থেকে নিয়ে যেতে দেওয়া হবে নাঃ সাবেক স্ত্রীর হুঁশিয়ারি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ১৫ ২১:২৬:২৫
এরশাদের মরদেহ রংপুর থেকে নিয়ে যেতে দেওয়া হবে নাঃ সাবেক স্ত্রীর হুঁশিয়ারি

পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়াতে, যেখানে থাকবে না কোনো রাজনীতি।’

এদিকে দেশে ফিরেই মরদেহ দেখতে এবং ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সাবেক স্ত্রী বিদিশা। কিন্তু এরশাদের বাড়ির গেট থেকেই ফিরিয়ে দেয়া হয় তাকে।

এদিকে সাবেক স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে রবিবার রাতেই ভারতের আজমীর শরীফ থেকে ঢাকায় আসেন বিদিশা। এরপর সোমবার সকালে সোয়া সাতটার দিকে তিনি এরশাদের বারিধারা ‘প্রেসিডেন্ট পার্ক’র বাসভবনে সন্তান এরিককে দেখতে গেলে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

এদিকে এরশাদের দাফন নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যে ফের স্ট্যাটাস দিয়েছেন বিদিশা। দাফন নিয়ে এরশাদের স্বজন ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। বিশেষ করে নিজ জন্মভূমি রংপুরের নেতাকর্মীরা নেতার কবর সেখানে দেয়ার জোর দাবি তোলেন।

তাছাড়া কবর প্রস্তুতির কাজও শুরু হয় সেখানে। আগামীকাল মঙ্গলবার রংপুরে প্রিয় মানুষদের সান্নিধ্যে নেয়া হতে পারে এইচ এম এরশাদের মরদেহ। নেতাকর্মীরা ঘোষণা দিয়েছেন, সেখান থেকে এরশাদের মরদেহ ঢাকায় আনতে দেয়া হবে না।

ঠিক এমন সময় নিজ ফেসবুক পেজে নতুন করে দেয়া স্ট্যাটাসে বিদিশা লিখেছেন- ‘তাই যেনো হয়,আমি ও তাই চাই লক্ষ লক্ষ নেতা কর্মীদের মতো রংপুরের মাটি যেনো হয় এরশাদের শেষ ঠিকানা। সহধর্মীনী থাকতে বহুবার পল্লী নিবাসে বারান্দায় ছেলে এরিক কে কোলে বসিয়ে উনি আমাকে বলেছিলেন,

‘তুমি আমার ছোট, দেখ আমার মৃত্যু ও যেন আমার ছেলের কাছে থেকে দুরে না রাখে। আমার কবর আমি এই পল্লী নিবাসে চাই। রংপুরের মানুষের ভালোবাসা প্রতিদান আমি দিতে পারিনি আজ ও। রংপুরের মানুষ আমার কবরে এসে দোয়া করবে এটাই আমার চাওয়া। প্রতিবার এই কথাটি বলতেন তিনি এরিকের দিকে তাকিয়ে, ভিজে চোখে।’

‘আজ সদ্য বাবা হারা ছেলে আমার মায়ের আশ্রয়ে ও নেই। এরিকের চোখের পানি তে পাথর ও গলে যায় কিন্তু গলেনা রাজনীতিবিদদের মন। আমার ছেলে এরিক কে আটকিয়ে রাজনীতি কোন ফায়দা লুটবেন এনারা ?’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে