ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলেজ থেকে পরীক্ষার্থী ছিল মাত্র একজন, সেও ফেল

শিক্ষা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ১৭ ১৬:২৯:৪১
কলেজ থেকে পরীক্ষার্থী ছিল মাত্র একজন, সেও ফেল

একই ঘটনা ঘটেছে সিরাজগঞ্জ সদরের চৌগাছা মহিলা কলেজেও। গত বছরও একজন পরীক্ষার্থী ছিল এই কলেজে। সেও ফেল করেছিল।

এই বোর্ডে এবার সাত কলেজে পাস করেনি কেউ। এই তালিকায় সবার ওপরে রয়েছে নওগাঁর মান্দা উপজেলার চকওলি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে। ৯ জন পরীক্ষার্থী ছিল চককামদেব আদর্শ কলেজ থেকে। এই ৯ জনও যোগ হয়েছে ফেলের তালিকায়।

জয়পুরহাট সদরের জয়পুরহাট নৈশ বিদ্যালয়ের তিন জন পরীক্ষার্থীর সবাই ফেল। গত বছর এই কলেজ থেকে অংশ নেয় সাত পরীক্ষার্থী। সেবারও সবাই ছিল ফেলের তালিকায়।

এবার রাজশাহীর দুর্গাপুরের দাবিপুর কলেজ ও বগুড়ার সারিয়াকান্দি গণকপাড়া স্কুল অ্যান্ড কলেজে দু’জন করে পরীক্ষার্থী অংশ নিলেও ফেল করেছে প্রত্যেকেই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে