ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বকাপের ১৩তম আসর আয়োজক দেশের নাম ঘোষণা করল আইসিসি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ১৮ ১৫:৩২:১৬
বিশ্বকাপের ১৩তম আসর আয়োজক দেশের নাম ঘোষণা করল আইসিসি

২০১৯ বিশ্বকাপের আসর শেষে ২০২৩ বিশ্বকাপ কোথায় হবে তা নিয়ে শুরু হয়েছে দিন গোনা। ২০২৩ সালে ৯ ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপের ১৩তম আসর বসবে ক্রিকেটের পরাশক্তি ভারতের মাটিতে। যার ফাইনাল হবে ২০২৩ সালের ২৬মার্চ। ২০১৯ আসরের ফরমেটেই হবে ২০২৩ বিশ্বকাপের আসর। অর্থাৎ প্রথমে রাউন্ড রবিন লিগে ১০ দল প্রত্যেকের মুখোমুখি হবে।

ভারত এই প্রথমবার এককভাবে বিশ্বকাপ আয়েজন করবে। এর আগে তিনবার বিশ্বকাপের আসর বসেছে ভারতে। কিন্তু প্রতিবারই ভারতের সঙ্গে উপমহাদেশের কোনও দেশ আয়োজক হিসেবে ছিল। ১৯৮৭ সালে ভারত ও পাকিস্তান যুগ্মভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল।

১৯৯৬ সালে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা বিশ্বকাপের আয়োজন করে। আর ২০১১ সালে ভারত-শ্রীলঙ্কা-বাংলাদেশে বসে বিশ্বকাপের আসর। এবার এককভাবে ২০২৩ সালে বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে