ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অবশেষে শ্রীলঙ্কার উদ্দ্যেশে ৭ টাইগার নিয়ে ঢাকা ছাড়ল বাংলাদেশ দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ২০ ১৪:৩২:৫১
অবশেষে শ্রীলঙ্কার উদ্দ্যেশে ৭ টাইগার নিয়ে ঢাকা ছাড়ল বাংলাদেশ দল

এদিকে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে গেছেন মাশরাফি বিন মুর্তজা অন্যদিকে পিঠের চোটের কারণে খেলা হচ্ছে না মোহাম্মদ সাইফউদ্দিনের। মূল একাদশের চারজনকে ছাড়াই শ্রীলঙ্কা সফর করছে বাংলাদেশ দল।

আজ শনিবার দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত ঢাকা ছেড়েছেন।

আগামীকাল রবিবার যাবেন পেসার রুবেল হোসেন। সাব্বির রহমান, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন ও ফরহাদ রেজা যাচ্ছেন সোমবার। তাসকিন ও তাইজুল যাবেন সরাসরি ভারত থেকে। সেখানে মিনি রঞ্জি ট্রফি খেলছেন তারা।

এদিকে আগামী ২৬ জুলাই সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এরপর ২৮ ও ৩১ জুলাই বসবে বাকি ম্যাচগুলো। সিরিজের সব ম্যাচই বসবে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই হবে দিবারাত্রির।

বাংলাদেশ দলঃ তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, ফরহাদ রেজা, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও তাসকিন রহমান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে