ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ানডে থেকে ১০ মাসের অবসরে বাংলাদেশ দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ০২ ২০:৪২:৫৪
ওয়ানডে থেকে ১০ মাসের অবসরে বাংলাদেশ দল

আইসিসির এফটিপি অনুযায়ী এই বছর বাংলাদেশের কোন ওয়ানডে সিরিজ নেই। আগামী বছরও প্রথম চার মাসে নেই কোন ওয়ানডে সিরিজ টাইগারদের জন্য। বাংলাদেশের পরবর্তী ওয়ানডে সিরিজ আগামী বছর মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে। সেখান থেকেই বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের যাত্রা শুরু হবে।

বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম অ্যাওয়ে সিরিজ খেলতেই আগামী মে মাসে বাংলাদেশ দল যাবে আয়ারল্যান্ডে । তার অর্থ দাড়ায় বাংলাদেশের পরবর্তী ওয়ানডে সিরিজ দশ মাস পর। এই সময়ের মাঝে বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেট খেলবে ঠিকই। তবে সবই হবে টেস্ট ও টি টোয়েন্টি ফরম্যাটে। আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ ও আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্যই আগামী এক বছর আইসিসির শিডিউলে গুরুত্ব পাবে টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট।

বাংলাদেশ অক্টোবরে আফগানিস্তানের সাথে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজের পর নভেম্বরে ভারত সফর করবে। সেখানে ভারতের বিপক্ষেও শুধু টেস্ট ও টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। ডিসেম্বরে বিপিএলের বিরতি। ২০২০ সালের শুরু করবে টাইগাররা পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও টি টোয়েন্টি দিয়ে। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও পরবর্তীতে মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও টি টোয়েন্টি।

এই ১০ মাসের বিরতিতে অবশ্যই একটি ওয়ানডে সিরিজ খেলার কথা শোনা গিয়েছিল। অক্টোবরে বা তার আশেপাশের কোন সময়ে ঘরের মাঠেই একটি ম্যাচ বা সিরিজ খেলে ওয়ানডে থেকে মাশরাফিকে বিদায় দেওয়ার কথা ভাবছে বিসিবি। তবে সেই বিদায়ী ম্যাচ বা সিরিজ কবে হবে বা কোন প্রতিপক্ষ হবে বা আদৌ হবে কিনা তা নিয়ে পরবর্তীতে জোরালোভাবে তেমন কিছু শোনা যায়নি। সেই বিদায়ী একটি ম্যাচ বা সিরিজ যদি শেষ পর্যন্ত নাই হয় তবে টাইগারদের পরবর্তী ওয়ানডে দেখার জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে দশ মাস।কারন অন্য সকল বড় দলের সূচি তাদের আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া টি টোয়েন্টি লীগে ঠাসা। নতুন করে বেশি সিরিজ বাড়ানোর সুযোগ নেই খুব একটা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে