ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাইক হেসন বাংলাদেশ ও পাকিস্তানের কোচ হওয়া নিয়ে যে অদ্ভুত তথ্য দিল নিউজিল্যান্ড গণমাধ্যমে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ২১ ২০:৫৮:৩২
মাইক হেসন বাংলাদেশ ও পাকিস্তানের কোচ হওয়া নিয়ে যে অদ্ভুত তথ্য দিল নিউজিল্যান্ড গণমাধ্যমে

ভারতের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন। যিনি কিনা বাংলাদেশ ও পাকিস্তানের কোচ হওয়ার জন্যও আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু নিউজিল্যান্ডের গণমাধ্যমের দাবি, বাংলাদেশ ও পাকিস্তানের কোচিং পদে হেসন আবেদনই করেননি।

ভারতের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন হেসন। কিন্তু শেষ পর্যন্ত ভারতের কোচ হতে পারেননি তিনি। অন্যদিকে বাংলাদেশ দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো। অন্যদিকে পাকিস্তানের কোচের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন হেসন।

এদিকে নিউজিল্যান্ডের অলনাইন মাধ্যম ‘স্টাফ’ তাদের প্রতিবেদনে উল্লেখ করে, বাংলাদেশ ও পাকিস্তানের প্রধান কোচ হওয়ার জন্য হেসন আনুষ্ঠানিক কোনো আবেদনই করেনি! তাদের প্রতিবেদন অনুযায়ী, ভারতের কোচ হতে না পেরে বাংলাদেশ-পাকিস্তানের কোচ হওয়ার প্রতি কোনো আগ্রহ প্রকাশ করেনি হেসন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে