ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্মিথের আঘাতের পর যে কৌশল বানাচ্ছে ভারতীয় বোর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ২১ ২১:২৯:০৮
স্মিথের আঘাতের পর যে কৌশল বানাচ্ছে ভারতীয় বোর্ড

ব্যাটিংয়ের সময় ক্রিকেটারদের 'নেক গার্ড' (কানের নিচের অংশ এবং ঘাড়ের আঘাত প্রতিরোধক) ব্যবহারের পরামর্শ দিয়েছে বিসিসিআই। সম্প্রতি বিসিসিআইয়ের এক কর্তকর্তা বলেছেন, 'আইসিসির নিয়ম আমাদের অধিনায়ক, কোচ ও সহকারী কোচদের জানিয়ে দেওয়া হয়েছে। সুরক্ষিত হেলমেট ও নেক গার্ড ব্যবহারের কথা বলা হয়েছে। ইতোমধ্যেই শিখর ধাওয়ানোর মতো কেউ কেউ নেক গার্ড ব্যবহার করেন।'

উল্লেখ্য, আর্চারের বলে আঘাত পাওয়ার সময় নেক গার্ড পরা ছিলেন না স্মিথ। অজি তারকা সচরাচরই এই ক্রিকেট সমঞ্জামটি এড়িয়ে চলেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। অবশ্য শুধু স্মিথ নন, অনেকেই ব্যাটিংয়ের সময় এটি পরেন না। অস্ট্রেলিয়ার সাবেক তারকা টপ অর্ডার ব্যাটসম্যান ফিল হিউজ বাউন্সারের আঘাতে মৃত্যুবরণ করলে এই সরঞ্জামের ব্যবহার শুরু হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে