ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে সাফে বাংলাদেশের দুর্দান্ত সূচনা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ২৩ ১৮:৩১:১৮
জয় দিয়ে সাফে বাংলাদেশের দুর্দান্ত সূচনা

বাংলাদেশ-ভুটানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী স্টেডিয়ামে। এবার এই টুর্নামেন্টের আয়োজক ভারত। বাংলাদেশ, ভারত ছাড়া টুর্নামেন্টে আরও অংশ নিয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।

গত ২১ আগস্ট শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। তারপর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ৩১ আগস্ট ফাইনাল খেলবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের কল্যাণী স্টেডিয়ামে।

আজ জয় পাওয়া বাংলাদেশ এরপর যথাক্রমে শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে। ২৫ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল। ২৭ আগস্ট প্রতিপক্ষ নেপাল এবং ভারতের বিপক্ষে খেলবে ২৯ তারিখে। পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে গত বছর এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে