ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এই প্রথম টেস্ট জয়ের রেকর্ড গড়লো কোহলির ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ২৬ ১৪:৪৭:৫৩
এই প্রথম টেস্ট জয়ের রেকর্ড গড়লো কোহলির ভারত

বিশাল রানের বোঝা মাথায় নিয়ে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানে ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটকে ফিরিয়ে শুরুটা করেন বুমরাহ। তাকে সঙ্গ দেন ইশান্ত শর্মা। তাদের পেস জুটি ভেঙে দেয় উইন্ডিজ টপ অর্ডার। ১৫ রানেই ফিরে যান পাঁচ ব্যাটসম্যান। প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেননি।

পরবর্তী কেউই ধরতে পারেননি দলের হাল। বুমরাহর পেসের আগুনে জলে পুড়ে ছারখার হয় উইন্ডিজ ব্যাটিং লাইনআপ। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ফিরিয়ে দেন মোহাম্মদ শামি। শেষ পর্যন্ত বোলার কিমার রোচ ও কামিন্স শেষ উইকেট জুটিতে ইনিংসের সর্বোচ্চ ৫০ রানের জুটি গড়ে কিছুটা মান বাঁচালেও লজ্জার হার এড়াতে পারেনি উইন্ডিজরা। দলের হয়ে রোচ সর্বোচ্চ ৩৮ রান করেন।

ভারতের হয়ে ৮ ওভার বোলিং করে ৪ মেডেনে ৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন পেসার জাসপ্রিত বুমরাহ। এছাড়াও ইশান্ত শর্মা ৩ ও শামি ২ উটকেট নিয়েছেন।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে জাদেজা রাহানের ব্যাটে ২৯৭ রান করে ভারত। জবাবে ২২২ রানেই অলআউট হয় উইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে রাহানের শতক আর ভিহারির ৯৩ রানে ৭ উইকেটে ৩৪৩ রানের ইনিংসে ৪১৯ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে ভারত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে