ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সাকিবের পরিবর্তে নারাইন ৪ ওভারে যত রান দিলো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২১ ২৩:৪৯:২২
সাকিবের পরিবর্তে নারাইন ৪ ওভারে যত রান দিলো

কলকাতার একাদশে নেই সাকিব, বড় সংগ্রহের পথে চেন্নাই সুপার কিংস।এবারের আইপিএলে খুব একটা ভাল করতে পারছেন না সাকিব। বল হাতে মোটামুটি পারফর্ম করলেও ব্যাট হাতে রান নেই বললেই চলে।

যেকারণে আজকের ম্যাচে সাকিবের বাদ পড়ার সম্ভাবনা ছিল। আর তাই সত্যি হলো কলকাতা একাদশে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর পরিবর্তে কলকাতার একাদশে জায়গা করে নিয়েছে সুনিল নারিন। তবে এই পরিবর্তনেও খুব একটা লাভ করতে পারলো না কলকাতা।

চেন্নাইয়ের বিপক্ষে কলকাতার কোনো বোলারই খুব বেশী সুবিধা করতে পারেনি। সুনিল নারাইন ৪ ওভার করে ৩৪ রান দিয়ে ১ উইকেট তুলে নিয়েছে।প্রতিবেদনটি লেখার সময় চেন্নাই সুপার কিংসের স্কোরঃ ২২০/৩ (২০ ওভার) শেষে রুতুরাজ গায়কোয়াড় ৬৪ রান, মঈন আলী ২৫ রান, ধোনি ১৭ রান, ফ্যাফ ডু প্লেসি রান ৯৫ করে এবং জাদেজা ৬ রানে অপরাজিত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ