ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মানসিকভাবে অনেক শান্ত ছিলাম : শান্ত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২১ ২৩:৫৮:০৩
মানসিকভাবে অনেক শান্ত ছিলাম : শান্ত

নাম যেমন শান্ত, এদিন শান্তর গতিপ্রকৃতিও ছিল শান্ত। ব্যাটিংয়ে নেই কোনো তাড়াহুড়া। নব্বইয়ে গিয়েও কোনো তাড়াহুড়া নেই শতকের জন্য। দিনশেষে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন। সামনে হাতছানি দিচ্ছে দেড়শ-দুইশর মাইলফলক।

শান্ত বলেন, ‘আমি যখন উইকেটে গেলাম… তামিম ভাই একটা কথাই বলছিল- উইকেট ভালো, ওই অনুযায়ী ব্যাটিং করো। ওটাই মাথায় ছিল। বল দেখেছি, খেলেছি। উইকেট নিয়ে বেশি চিন্তা করিনি। যদিও নতুন বলে একটু সুইং করছিল। কিন্তু ইতিবাচক ছিলাম, ওটাই কাজে দিয়েছে।’

নতুন বলে খেলা তাও এমন উইকেটে- সহজ নয় মোটেও। শান্ত জানান, ‘নতুন বলটা সবসময়ই চ্যালেঞ্জিং। আর ওদের পেস বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে। যখনই যে আসছিল, ভালো জায়গায় বল করছিল। শেষে চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আমরা পরিকল্পনা করেছিলাম যত মনোযোগ রাখা যায়।’

নিজের পরিকল্পনা সম্পর্কে জানিয়ে শান্ত বলেন, ‘ভাবছিলাম প্রথম সেশনটা কীভাবে ভালো ব্যাট করা যায়। আর সারাদিন ইতিবাচক থাকা; শুধু বল দেখবো, খেলবো। ইনিংস যত লম্বা করা যায়। আমার কাছে মনে হয় মানসিকভাবে অনেক শান্ত ছিলাম। খুব বেশি চিন্তা করিনি- রান করবো বা রান করতে চাই। ব্যাটিংটা উপভোগ করছি।

যখনই ব্যাট করছি শুরু থেকে শেষ পর্যন্ত বল দেখেছি আর ব্যাট করেছি। কত বল খেললাম বা কত রান করছি এসব চিন্তা করিনি। ইনিংসটা খুব গোছানো ছিল, তাড়াহুড়ো করিনি। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল।’

ব্যাট হাতে এদিন ছন্দে ছিলেন তামিম ইকবালও। রীতিমত ওয়ানডে মেজাজে রান নিয়েছেন। ১০ রানের জন্য অবশ্য শতকের দেখা পাননি। তবে তামিমের ব্যাটিংয়ের অবদান আছে শান্তর ইনিংসেও।

‘তামিম ভাই খুব ভালো ব্যাট করছিল। ওটা আমাকে হেল্প করছি। উনি দ্রুত রান করছিল। তাই আমি সময় নিতে পেরেছি। আমাদের দলের পরিকল্পনা ছিল জুটি যত বড় করা যায়। সৌরভ ভাই যখন নতুন আসলো তখনও আমরা বড় কিছু চিন্তা করিনি। দিনশেষে বড় একটা জুটি হয়েছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ