ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ব্যাটিং বির্পযে মুস্তাফিজুরের দল দুই ওপেনারকে হারাল রাজস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২২ ২০:২৭:১৮
ব্যাটিং বির্পযে মুস্তাফিজুরের দল দুই ওপেনারকে হারাল রাজস্থান

দলে ঢুকলেন কেন রিচার্ডসন, রাজস্থান ফেরাল শ্রেয়স গোপালকে।আইপিএলের ইতিহাসে প্রথমবার টুর্নামেন্টে নিজেদের প্রথম ৩ ম্যাচের ৩টিতেই জয় তুলে নিয়েছে আরসিবি। তারাই একমাত্র দল, যারা চলতি আইপিএলে এখনও কোনও ম্যাচ হারেনি। অন্যদিকে রাজস্থান রয়্যালস তাদের ৩ ম্যাচের মাত্র ১টি'তে জয় তুলে নিয়েছে। এই অবস্থায় টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে সঞ্জু স্যামসনরা মুখোমুখি কোহলিদের।

মননের উইকেট তুলে নিলেন জেমিসনচতুর্থ ওভারের পঞ্চম বলে মনন ভোরাকে ফেরত পাঠালেন কাইল জেমিসন। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৭ রান করে রিচার্ডসনের হাতে ধরা পড়েন মনন। রাজস্থান ১৬ রানে ২ উইকেট হারায়।

বাটলারকে ফেরালেন সিরাজপ্রথম ওভারে জোড়া বাউন্ডারি হজম করতে হলেও ইনিংসের তৃতীয় ওভারে বাটলারকে ফেরালেন সিরাজ। ২টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৮ রান করে বোল্ড হন বাটলার। রাজস্থান ১৪ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান স্যামসন। সিরাজের ওভারে ১ রান ওঠে। ৩ ওভারে রয়্যালস ১৪/১

২ ওভারে রাজস্থান ১৩/০২ ওভার শেষে রাজস্থান রয়্যালস বিনা উইকেটে ১৩ রান তুলেছে। জেমিসনের ওভারে ৫ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন মনন।

১ ওভারে রাজস্থান ৮/০সিরাজকে ওভারের শেষ ২টি বলে পরপর বাউন্ডারি মারেন বাটলার। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৮ রান তোলে রাজস্থান।

ম্যাচ শুরুরাজস্থানের হয়ে ওপেন করতে নামেন বাটলার ও মনন। বোলিং শুরু করেন সিরাজ।

রাজস্থানের প্রথম একাদশজোস বাটলার, মনন ভোরা, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), শিবম দুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, শ্রেয়স গোপাল, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান।

ব্যাঙ্গালোরের প্রথম একাদশবিরাট কোহলি (ক্যাপ্টেন), দেবদূত পাডিক্কাল, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি'ভিলিয়র্স (উইকেটকিপার), কাইল জেমিসন, ওয়াশিংটন সুন্দর, হার্ষাল প্যাটেল, কেন রিচার্ডসন, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।

রাজস্থান মাঠে নামায় শ্রেয়স গোপালকেরাজস্থান জয়দেব উনাদকাটের পরিবর্তে মাঠে নামায় শ্রেয়স গোপালকে।

চার বিদেশির ছকে ফিরল আরসিবিকেকেআরের বিরুদ্ধে গত ম্যাচে তিনজন বিদেশি ক্রিকেটারকে মাঠে নামায় ব্যাঙ্গালোর। রাজস্থানের বিরুদ্ধে চার বিদেশির ছকেই ফিরে যান কোহলিরা। রজত পতিদার জায়গা ছেড়ে দেন কেন রিচার্ডসনকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ