৫২০ রানের টার্গেট দিতে চাই বাংলাদেশ

এটা নিয়ে হয়তো আমরা আজ সারা রাত আলোচনা করতে পারি। তবে, আমি চাইবো কাল সকালে দ্রুত কিছু রান তুলে নিতে। ৫২০ রান হলেই আমি মনে করি তা হবে যথেষ্ট এবং স্বাগতিকদের ওপর দারুণ চাপ সৃষ্টি করা যাবে।’
তাহলে কী ম্যাচ শেষে জয় আশা করা যায়? জানতে চাওয়া হয় কোচের কাছে। জবাবে ডোমিঙ্গো বলেন, ‘আমি আসলে এখনও চিন্তামুক্ত নই। তবে বিশ্বাস আছে আমাদের ছেলেরা ভালো খেলতে পারবে। আমাদের দলে অনেকগুলো ভালো ব্যাটসম্যান আছে। তারা এ ধরনের ভালো উইকেটে কতটা ভালো ব্যাট করা যায়, সে রাস্তা খুঁজে পেয়েছে।’
‘গত কয়েক সপ্তাহে তারা অনেক সমালোচনার শিকার হয়েছে। কিন্তু সে সব গায়ে না মেখে তারা ফিরে এসেছে এবং বিদেশের কন্ডিশনে ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছে। তারা খুবই ইতিবাচক এবং জয়ের জন্য ক্ষুদার্ত। এ জন্য কঠোর পরিশ্রম করেছে। এই টেস্টে এখনও পর্যন্ত এই পরিশ্রমের প্রতিদান পেয়েছে তারা।’
‘তবে টেস্ট জয় অনেক দুরের ব্যাপার। তবে এটা নিয়ে যে এখনই চিন্তা করছি না, তা নয়। আমাদের এই মুহূর্তে মূল ফোকাস হচ্ছে, আগামীকাল সকালে প্রথম সেশনটি ভালো খেলতে হবে। যদি এই টেস্ট জিততে হয়, তাহলে আমাদের সামনে আরও কঠিন পরিশ্রম অপেক্ষা করছে।’
বলা হয়, টেস্ট জিততে হলে প্রতিপক্ষের ২০ উইকেট নেয়ার সামর্থ্য থাকতে হবে। তাহলে টেস্ট জয় সম্ভব। সেটা কী সম্ভব বাংলাদেশ দলের জন্য? এ নিয়ে কোচ ডোমিঙ্গো বলেন, ‘আমরা জানি যে এটা একটা দারুণ উইকেট। তবে, এর সঙ্গে প্রচুর গরম রয়েছে।
ডানহাতি ব্যাটসম্যানের জন্য অফ স্ট্যাম্পের বাইরে বেশ ভালো অবস্থা তৈরি হয়েছে (রান করার জন্য)। তবে আশা করি আমাদের স্পিনাররা এ ক্ষেত্রে ভালো করতে পারবে।’
‘একটি বড় স্কোরের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামাটা অনেক সময় ক্লান্তিকর বিষয় হয়ে দাঁড়ায়। এটাকে বলে স্কোরবোর্ড প্রেসার। যে কারণে একটি-দুটি ভুল হয়ে যাওয়া খুব স্বাভাবিক। একজন কিংবা দুইজন বোলারের কাছ থেকে কয়েকটি ভালো স্পেলের বোলিং হলে অবশ্যই ২০ উইকেট নেয়ার দারুণ সুযোগ তৈরি হবে।
আমরা জানি, আগামী কয়েকদিনে এ বিষয়টা হবে খুব কঠিন। এ ধরনের ভালো ব্যাটিং উইকেটে ধৈয্য ধরে অপেক্ষা করতে হয় উইকেট পাওয়ার জন্য।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- সিলেটে ক্রিকেট মাঠে শোকের ছায়া: বিসিবি কর্মকর্তার অকাল মৃত্যু
- অভিনেতা সিদ্দিককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল কর্মীরা
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাঁচাও শেয়ারবাজার’: বিনিয়োগকারীদের গর্জনে কাঁপলো মতিঝিল
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে
- শ্রীলঙ্কার ‘না’ বলে দেওয়া, ভারতের সেতু স্বপ্ন স্থগিত