ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সকালে ব্যাটিংয়ে ঝড় তুলবে টাইগাররা বললেন ডোমিঙ্গো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২২ ২২:১৪:৪৪
সকালে ব্যাটিংয়ে ঝড় তুলবে টাইগাররা বললেন ডোমিঙ্গো

দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৭৪ রান, স্কোর বোর্ডে বড় রান উঠলেও এখনই ইনিংস ঘোষণার কথা ভাবছে না টাইগাররা। তৃতীয় দিনেও ব্যাট করতে চায় বাংলাদেশ, জানিয়েছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো; লক্ষ্য প্রথম ইনিংসে ৫২০ বা তার আশেপাশে রান করা।

দ্বিতীয় দিনের খেলা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রাসেল ডোমিঙ্গো বলেন, “বাজে আবহাওয়ার কারণে আজ বেশকিছু ওভার নষ্ট হয়েছে, আর যদি ওভার নষ্ট না হয় তাহলে আগামীকালও ব্যাটিং করতে চাই। আমাদের কাল সকালে দ্রুত কিছু রান করতে হবে, আমরা ৫২০ কিংবা তার আশপাশে রান করে ওদের ব্যাটিংয়ে পাঠিয়ে চাপে ফেলতে চাই।”

উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো হলেও নিজেদের বোলিং বৈচিত্র্য নিয়ে আশাবাদী ডোমিঙ্গো। তিনি বলেন, “উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো, তবে আমাদের বেশ ভালো কয়েকজন বোলার আছে। তিনজন পেসার তিন রকমের, একজন অফ স্পিনার, একজন বাঁহাতি স্পিনার। কাজেই বোলিং বৈচিত্র্য আছে, সেই জায়গায় আমরা আশাবাদী।”

মুশফিকুর রহিম ৪৩ ও লিটন দাস ২৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন, আজ আলোক সল্পতায় আগেই খেলা শেষ হওয়ায় আগামীকাল নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে খেলা শুরু হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ