ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সবাইকে অবাক করে সর্বকালের সেরা ক্রিকেটারের নাম জানালেন ব্রায়ান লারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২২ ২২:৪৯:৫৫
সবাইকে অবাক করে সর্বকালের সেরা ক্রিকেটারের নাম জানালেন ব্রায়ান লারা

জেসন হোল্ডার এবং আব্দুল সামাদের প্রশংসা যেমন করেছেন, তেমনই সব থেকে মজার সহ-ধারাভাষ্যকার হিসেবে গ্রেম সোয়ানের নাম করেছেন তিনি। তবে সর্বকালের সেরার উত্তরে লারা বলেছেন, “বিভিন্ন যুগে এর উত্তর বিভিন্ন রকম। আমার পক্ষে একজনকে বেছে নেওয়া খুবই মুশকিলের কাজ। অতীতের দিন হলে অবশ্যই ডন ব্র্যাডম্যানের নাম নিতে হবে। আরও আছে, স্যর গালফিল্ড সোবার্স, অসামান্য অলরাউন্ডার, স্যর ভিভিয়ান রিচার্ডস, দুরন্ত ব্যাটসম্যান।”

লারার সংযোজন, “আমার সময়ে অলরাউন্ড দক্ষতা ছিল জ্যাক কালিসের। সচিন তেন্ডুলকর অসাধারণ ব্যাটসম্যান ছিল। তাই সেরার নাম করতে গেলে এদের নাম নিতেই হবে।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ