ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আমরা বাংলাদেশের চেয়ে বড় স্কোর করবো: লঙ্কান পেসার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২২ ২৩:২০:০৮
আমরা বাংলাদেশের চেয়ে বড় স্কোর করবো: লঙ্কান পেসার

বাংলাদেশের খরচ হওয়া চার উইকেটের মধ্যে দুটি বিশ্ব ফার্নান্ডোর। কিন্তু সেটা প্রথম দিনে। দ্বিতীয় দিনে কোনো উইকেট পাননি বাঁহাতি এই পেসার। দিনশেষে তবু হতাশা প্রকাশ করলেন না তিনি। বরং উল্টো হুমকি দিয়ে বসলেন-বাংলাদেশ যত রান করবে, তার চেয়ে বড় সংগ্রহ গড়বেন তারা। সম্পর্কিত খবর ৫২০ রান হলেই দারুণ চাপ সৃষ্টি করা যাবে: বাংলাদেশ কোচদ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৭৪ রানবাকি ভ্যাকসিন দ্রুত পেয়ে যাবে বাংলাদেশ: দোরাইস্বামী

লঙ্কান পেসার বলেন, আমরা যেমন ভেবেছিলাম, উইকেট থেকে তেমন সাহায্য পাইনি। আমরা ভেবেছিলাম, ভেতরে কিছুটা শুষ্ক থাকবে, কিন্তু এখন এটা ব্যাটিং উইকেট। গতকাল আমরা উইকেট নিতে চেয়েছি, ভেবেছিলাম পেসারদের জন্য কিছুটা সাহায্য আছে। এজন্যই বেশ রান দিয়ে ফেলি। তামিম দ্রুতগতিতে রান নিয়েছেন।

তিনি বলেন, আজ আমাদের পরিকল্পনা ছিলো রান আটকে রাখার। আমরা ধৈর্য ধরে বল করে গেছি, সেভাবেই উইকেট পেয়েছি। প্রথম সেশনের পরই বু্ঝেছিলাম, এখানে পেসার বা স্পিনারদের জন্য তেমন কিছু নেই।

ফার্নান্ডো আরো বলেন, তারা (বাংলাদেশ) এই উইকেটে ভালো ব্যাটিং করেছে ঠিক। কিন্তু আমাদেরও বেশ অভিজ্ঞ ও প্রতিভাবান ব্যাটসম্যানরা আছে। আমার মনে হয়, আমরা তাদের চেয়ে বড় স্কোর গড়তে পারবো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ