টেস্ট ক্রিকেটার হিসেবে পরিচিত সাদমানকেে একাদশে না রাখার কারন জানালেন ডমিঙ্গো

অথচ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে ঠাই হয়নি সাদমানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলার পর কোনো ম্যাচ খেলেননি সাদমান। যে চোটের কারণে দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে, সেই চোটও নাকি এখনও সারেনি। এজন্যই সাদমানকে একাদশে নেওয়া হয়নি- দাবি প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর।
আর সাদমান না থাকায় তার জায়গায় নেওয়া হয়েছে তরুণ ওপেনার সাইফ হাসানকে। বিবেচনা করা হয়েছে ইমার্জিং দলের হয়ে সাদমানের পারফরম্যান্সও। এছাড়া টিম ম্যানেজমেন্ট ভেবেছে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের বিষয়টিও।
ডমিঙ্গো বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অর্ধশতকের পর সাদমান আর খেলেনি। আঙুলে চোট আছে ওর। সাইফ সম্প্রতি ভালো করেছে। টপ অর্ডারে বাঁহাতি-ডানহাতি কম্বিনেশনও সুন্দর দেখায়। আমাদের শীর্ষ চারে বেশিরভাগই তো বাঁহাতি।’
সাদমান একাদশে না থাকায় অনেকেই ভেবেছিলেন, টিম ম্যানেজমেন্টের বিবেচনার বাইরে চলে গেলেন কি না এই বাঁহাতি ওপেনার। ডমিঙ্গো অবশ্য আশ্বস্ত করলেন, টেস্টের বিবেচনায় সাদমান আছেন পাকাপোক্তভাবেই।
তিনি জানান, ‘সাদমান ভালোভাবেই বিবেচনায় আছে। হাতে কিছু অপশন থাকা ভালো। তার ব্যাপারটা আমি বুঝতে পারছি। দুই আড়াই মাস হল ম্যাচ খেলছে না। তাই নামার আগে একটু প্রস্তুত হয়ে ওঠা উচিৎ।’
এক বছরেরও বেশি সময়ের বিরতির পর নিজের তৃতীয় ম্যাচ খেলতে নামা সাইফ অবশ্য সামর্থ্যের প্রমাণ রাখতে পারেননি। মায়ের দেশ শ্রীলঙ্কায় তার দল দারুণ ব্যাটিং করলেই প্রথম ইনিংসে সাদমান সাজঘরে ফিরেছেন কোনো রান না করেই। টেস্টে এখন পর্যন্ত চার ইনিংস খেললেও সাদমানের ব্যাট এখনও হাসেনি, যদিও ঘরোয়া ও বয়সভিত্তিক পর্যায়ে নিজেকে প্রমাণ করেই জায়গা করে নিয়েছেন জাতীয় দলে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- সিলেটে ক্রিকেট মাঠে শোকের ছায়া: বিসিবি কর্মকর্তার অকাল মৃত্যু
- অভিনেতা সিদ্দিককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল কর্মীরা
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাঁচাও শেয়ারবাজার’: বিনিয়োগকারীদের গর্জনে কাঁপলো মতিঝিল
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে
- শ্রীলঙ্কার ‘না’ বলে দেওয়া, ভারতের সেতু স্বপ্ন স্থগিত