ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

কেকেআরকে হারানোর পর মর্গ্যানকে নকল করলেন জাদেজা ভিডিওসহ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৩ ০০:১৯:২৫
কেকেআরকে হারানোর পর মর্গ্যানকে নকল করলেন জাদেজা ভিডিওসহ

ড্রেসিং রুমে কেকেআর ক্যাপ্টেন এয়ন মর্গ্যানকে নকল করলেন তিনি। যা দেখে সুরেশ রায়না এবং আরও অনেকে হাসিতে ফেটে পড়লেন।ভিডিওটা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন সুরেশ রায়না।

ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাট হাতে মর্গ্যানের স্টান্স নেওয়ার ভঙ্গিমা নকল করছেন জাড্ডু। ঠিক কেকেআর ক্যাপ্টেনের মতো কনুই উঁচু করে পশ্চাদদেশ বাঁকিয়ে ব্যাট হাতে স্টান্স নিলেন তিনি। জাদেজার রকমসকম দেখে হাসিতে ফেটে পড়লেন সহ খেলোয়াড়েরা।

এ মরসুমের শুরুটা খুবই খারাপ হয়েছে নাইটদের। চার ম্যাচে জয় মাত্র একটায়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, কোনও বিভাগেই ভাল কিছু করে দেখাতে পারছেন না দীনেশ কার্তিকরা। চেন্নাইয়ের বিরুদ্ধেও দলের বোলাররা যথেচ্ছ মার খেলেন। বোলার হিসেবে পরিচিত প্যাট কামিন্স শেষ বেলায় অপ্রত্যাশিত বিধ্বংসী ইনিংস না খেললে হারের ব্যবধান আরও হতে পারত। তবে আন্দ্রে রাসেলের ফর্মে ফেরা অবশ্যই দলের জন্য সুখবর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ