ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

শ্রীলংকার বিপক্ষে রান পাহাড়ে উঠে বাংলাদেশের ইনিংস ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৩ ১১:৪৭:৪৯
শ্রীলংকার বিপক্ষে রান পাহাড়ে উঠে বাংলাদেশের ইনিংস ঘোষণা

ম্যাচের দ্বিতীয় দিন বৃষ্টির পর আলোক স্বল্পতায় খেলা বেশ আগেভাগেই বন্ধ হয়ে যায়। ফলে ১৫ মিনিট আগেই তৃতীয় দিনের খেলা শুরু হয়। ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে ক্রিজে আসেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দ্রুত রান সংগ্রহে মনোযোগ দেন তারা।

শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে থাকা লিটন ৬৬ বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন। এটি তার ক্যারিয়ারের অষ্টম ফিফটি। এর আগে ১২০ বলে ক্যারিয়ারের ২৩তম ফিফটি করেন মুশফিক। শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি।

ক্রিজে নেমে সুবিধা করতে পারেননি টেল এন্ডাররা।

এর আগে ৪৪০ রানে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় দিন চা বিরতির পর খেলতে নামে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৯ রান যোগ করতেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। তবে ১০ মিনিটের মাঝেই আবারো মাঠে ফেরে দুই দল। ম্যাচ আপন গতিতে চললেও আলোক স্বল্পতার কারণে আবারো খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ