ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

অবাক ক্রিকেট বিশ্ব মিরাজকে আউট করতে একই সাথে দুই রিভিউ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৩ ১১:৫৭:১০
অবাক ক্রিকেট বিশ্ব মিরাজকে আউট করতে একই সাথে দুই রিভিউ

আজ (শুক্রবার) ম্যাচের তৃতীয় দিন সকালে তৃতীয় নতুন বল নিতে একদমই দেরি করেনি লঙ্কানরা। নতুন বল হাতে ইনিংসের ১৬৮তম ওভারে বেশ কয়েকবার সুযোগ তৈরি করেন সুরঙ্গা লাকমল এবং শেষ পর্যন্ত মেলে সফলতাও।

ওভারের দ্বিতীয় বলে অফস্ট্যাম্পের অনেক বাইরের বল তাড়া করেন মিরাজ। বল ব্যাটে না লাগলেও কট বিহাইন্ড দেন আম্পায়ার কুমার ধর্মসেনা। তবে রিভিউ নিয়ে বেঁচে যান মিরাজ। পরের বলে আবারও বল যায় উইকেটরক্ষকের গ্লাভসে। এবার আউট দেননি ধর্মসেনা। কিন্তু রিভিউ নেয় শ্রীলঙ্কা। এবারও বেঁচে যান মিরাজ।

তবে এক বল আর রিভিউয়ের প্রয়োজন পড়েনি। অফস্ট্যাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে সেই কট বিহাইন্ডই হন মিরাজ। সাজঘরে ফেরেন মাত্র ৩ রান করে। দলীয় সংগ্রহ তখন ৬ উইকেটে ৫১৫ রান।

এদিকে আজ সকালেই ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রেকর্ডবুকে বসে গেছে বাংলাদেশ দলের নাম। টেস্ট ক্রিকেটে এই মাঠের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এখন বাংলাদেশ দলের দখলে। তৃতীয় দিন সকালে রেকর্ডটি নিজেদের করে নিতে একদমই সময় নেননি লিটন দাস ও মুশফিকুর রহীম।

বৃহস্পতিবার আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় দিন হারিয়ে যায় ২৫ ওভার। না হয় গতকালই রেকর্ডবুকে নাম তুলে ফেলতে পারত বাংলাদেশ। তবে সেদিন না হলেও, আজ দিনের দ্বিতীয় ওভারেই ভারতের করা ৪৮৭ রানের রেকর্ড ভেঙে পাল্লেকেলের মাঠে সর্বোচ্চ রান করে ফেলে বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের সেঞ্চুরির সুবাদে ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। আজ ধনঞ্জয় ডি সিলভার করা প্রথম ওভারেই জোড়া চারের মারে ১২ রান। পরের ওভারের শেষ বলে লিটনের তিন রান নেয়ার মাধ্যমে ভারতের ৪৮৭ রানকে টপকে যায় বাংলাদেশ।

২০১৭ সালের শ্রীলংকা সফরে পাল্লেকেলে টেস্টে ৪৮৭ রানে অলআউট হয়েছিল ভারত। এতদিন ধরে এই মাঠে এটিই ছিল টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। চার বছর পর পাল্লেকেলেতে প্রথমবারের মতো খেলতে নেমেই রেকর্ডটি নিজের করে নিয়েছে মুমিনুল হকের দল।

রেকর্ড ভাঙার পর ক্যারিয়ারের ২৩তম ফিফটি তুলে নেন মুশফিক, লিটন করেন অষ্টম ফিফটি। তবে ইনিংস টেনে নিতে পারেননি লিটন। দ্রুত রান তোলার চাহিদায় বিশ্ব ফার্নান্দোর অফস্ট্যাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে ধরা পড়েন গালিতে দাঁড়ানো ওশাদা ফার্নান্দোর হাতে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইনিংসের ১৭০ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৬ উইকেটে ঠিক ৫২৪ রান। ক্যারিয়ারের ২৩তম ফিফটি করে মুশফিক খেলছেন ৫৮ রানে। তাকে সঙ্গ দিতে আট নম্বরে নেমেছেন তাইজুল ইসলাম। লিটন ৫০ ও মিরাজ আউট হয়েছেন ৩ রান করে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে নাজমুল শান্ত আউট হয়েছেন ৩৭৮ বলে ১৬৩ রানের ইনিংস খেলে। অধিনায়ক মুমিনুল পেয়েছেন দেশের বাইরে নিজের প্রথম সেঞ্চুরির দেখা। তিনি আউট হয়েছে ৩০৪ বলে ১২৭ রান করে। এর আগে প্রথম দিন ৯০ রান করে আউট হন তামিম ইকবাল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ