ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

উইকেট তুলে নিলো মিরাজ, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৩ ১৫:৫৫:৩৩
উইকেট তুলে নিলো মিরাজ, দেখেনিন সর্বশেষ স্কোর

ব্যাট হাতে শ্রীলঙ্কাকে ভালো শুরু এনে দিয়েছেন থিরিমান্নে ও করুনারত্নে।

শ্রীলঙ্কার ত্রাতা হয়ে আবির্ভূত হন দুই ওপেনার লাহিরু থিরিমান্নে ও দিমুথ করুনারত্নে। সাজঘরে ফেরার আগে থিরিমান্নে পূর্ণ করেন ক্যারিয়ারের ১০ম অর্ধশতক। সেশনের শেষ বলে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হন তিনি, রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।

বাংলাদেশ অবশ্য উদযাপনের উপলক্ষ পেয়েছিল আরও আগে। অষ্টম ওভারের প্রথম বলে তাসকিন আহমেদ থিরিমান্নেকে এলবিডব্লিউর আবেদন করলে সাড়া দেন আম্পায়ার। কিন্তু থিরিমান্নে রিভিউ নিয়ে বেঁচে যান। রিভিউ আলোচনায় ছিল সেশনের শেষ অবধি। চা বিরতির একটু আগে তাইজুল ইসলামের দারুণভাবে টার্ন করা ডেলিভারিতে আবেদনে সাড়া দেননি আম্পায়ার, বাংলাদেশও রিভিউ নেয়নি। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, আম্পায়ারের সিদ্ধান্ত ভুল ছিল।

চা বিরতি পর্যন্ত শ্রীলঙ্কা ব্যাট করেছে ৩৯ ওভার। তাতে ১ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ১১৪ রান। থিরিমান্নে ১২৫ বলে ৫৮ রান করে সাজঘরে ফেরেন। অধিনায়ক করুনারত্নে ১১২ বলে ৪৩ রান করে অপরাজিত রয়েছেন। এখনও বাংলাদেশের চেয়ে ৪২৭ রানে পিছিয়ে আছে লঙ্কানরা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৫৪১ রান জড়ো করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে নাজমুল হোসেন শান্ত ১৬৩, অধিনায়ক মুমিনুল হক ১২৭, তামিম ইকবাল ৯০, মুশফিকুর রহিম অপরাজিত ৬৮ ও লিটন দাস ৫০ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন, চা বিরতি পর্যন্ত)

টস : বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস : ৫৪১/৭ (১৭৩ ওভার, ইনিংস ঘোষণা)শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, তামিম ৯০, মুশফিক ৬৮*, লিটন ৫০;বিশ্ব ৯৬/২, কুমারা ১৩০/১

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ১১৪/১ (৩৯ ওভার)থিরিমান্নে ৫৮, করুনারত্নে ৪৩*মিরাজ ২৬/১

শ্রীলঙ্কা ৪২৭ রানে পিছিয়ে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ