ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

একটানা তিন ম্যাচ হারের পর মরগানকে বাদ দিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো কলকাতা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৩ ১৭:১৮:৩৭
একটানা তিন ম্যাচ হারের পর মরগানকে বাদ দিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো কলকাতা

এবারের আইপিএল দুই দলেরই অবস্থা যথেষ্ট ভয়াবহ। জয় একেবারে নেই বললেই চলে। প্রথম চার ম্যাচ শেষে দুই দলেরই সমান ২ পয়েন্ট। এবার নিজেদের প্লে অফের আশা টিকিয়ে রাখতে হলে পরবর্তী ম্যাচে জয়ের বিকল্প নেই কারও সামনেই।

টানা ৩ ম্যাচে হার কলকাতা নাইট রাইডার্সের। গত বার প্রতিযোগিতার মাঝ পথে দীনেশ কার্তিককে সরিয়ে অইন মর্গ্যানকে অধিনায়ক করা হয়েছিল। এ বার শুরু থেকে তাঁকে সামনে রেখেই দল সাজিয়েছিল কলকাতা। তবে ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ ভরসা রাখতে পারছেন না মর্গ্যানের ওপর।

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সহবাগ বলেন,

“আমার মনে হয় না মর্গ্যান টি২০-তে খুব ভাল অধিনায়ক। একদিনের ক্রিকেটে ওর খুব শক্তিশালী একটা দল রয়েছে। যে কেউ ভাল ব্যাট করে দিলেই ওর দল জিতে যায়। বোলিংয়েও তাই। কেউ একটা ভাল বল করে দিলেই ইংল্যান্ড জিতে যায়। ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলটাও ভাল।

কিন্তু আইপিএল-এ ওর হাতে সেরকম দল নেই। একজন অধিনায়ক তখনই ভাল, যখন তার হাতে একটা ভাল দল থাকে। এম এস ধোনির সঙ্গে মর্গ্যানের তুলনা করতে বসলে সেটা ঠিক হবে না। আমার কখনোই মনে হয় না, টি-টোয়েন্টিতে মর্গ্যান খুব ভাল অধিনায়ক।”

মরগানের এমন বাজে অধিনায়কত্বের জন্যই চেন্নাই প্রথম ইনিংসে বড় সংগ্রহ করতে পেরেছে বলে মনে করেন আকাশ।আকাশ চোপড়ার সেই গুঞ্জকে শক্তিশালী করে তুলল আনন্দবাজারের নতুন এই আলোচনা, তাদের মতে কলকাতার পরবর্তী অধিনায়কত্বের দায়িও আসতে পারে সাকিব, ডিকে কিংবা শুভমান গিলের উপরে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ