ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় দিনের টেস্ট খেলা দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৩ ১৮:৪২:০২
এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় দিনের টেস্ট খেলা দেখেনিন সর্বশেষ স্কোর

তৃতীয় দিন শেষে শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেটে ২২৯ রান। বাংলাদেশের চেয়ে এখনো ৩১২ রানে পিছিয়ে স্বাগতিকরা।

সাত উইকেটে ৫৪১ রান করে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন করুণারত্নে ও থিরিমান্নে। লাঞ্চ বিরতি শেষে লংকানদের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ১১ রান।

লাঞ্চের ঠিক আগের ওভারেই উইকেট পেয়ে যেত টাইগাররা। তাসকিনের করা ডেলিভারি বুঝতে ভুল করেন করুনারত্নে। লিভ করতে গিয়ে বল তার প্যাডে লাগলে আম্পায়ার আউট দেন। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।

লাঞ্চের পর আক্রমণাত্মক শুরু করে শ্রীলংকা। তুলনামূলক দ্রুতগতিতে রান তুলতে থাকেন থিরিমান্নে। ৯৫ বলে ফিফটি পূরন করেন তিনি। আরও ৮ রান যোগ করতেই লেগ বিফোরের শিকার হন এই ব্যাটার। মেহেদী হাসান মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।

বড় স্কোরের সম্ভাবনা জাগালেও ২০ রানের বেশি করতে পারেননি ওশাডা ফার্নান্দো। তাসকিন আহমেদের করা লেগ স্টাম্পের বাইরের বলে ফ্লিক করতে গিয়ে লিটনের তালুবন্দি হন তিনি। অ্যাঞ্জেলো ম্যাথিউস কিছুটা আক্রমণাত্মক ছিলেন। তবে তাকে আর্মারে বোকা বানিয়ে বোল্ড করেন তাইজুল ইসলাম। সাজঘরে ফেরার আগে লংকান অলরাউন্ডার করেন ২৫ রান।

ধনঞ্জয় ডি সিলভাকে নিয়ে দিনের বাকি সময় নির্বিঘ্নে পার করেন ওপেনার দিমুথ করুণারত্নে। দিনশেষে করুণারত্নে ৮৫ ও ধনঞ্জয় ২৬ রানে অপরাজিত আছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ