ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সাকিবদের বিশাল বড় দু:সংবাদ দিলো আইপিএল গভর্নিং কাউন্সিল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৩ ১৯:১৪:৫৮
সাকিবদের বিশাল বড় দু:সংবাদ দিলো আইপিএল গভর্নিং কাউন্সিল

আইপিএল চতুর্দশ আসরে চতুর্থ ম্যাচে বুধবার (২১ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের কাছে ১৮ রানে হেরেছে কলকাতা। এদিকে হাইস্কোরিং এই ম্যাচে স্লো ওভার রেট বা ধীর বোলিংয়ের কারণে মর'গানকে জরিমানাও গু'নতে হয়েছে।

আইপিএল কর্তৃপক্ষ এবার স্লো ওভার রেটের বিরু'দ্ধে বেশ কড়াকড়ি আরোপ করেছে। আইপিএল গভর্নিং কাউন্সিলের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে প্রতিপক্ষ দলের ইনিংস শেষ করতে ব্যর্থ হওয়ায় ১২ লাখ রুপি জরিমানা করা হচ্ছে অধিনায়কদের। যথারীতি এই শাস্তি আরোপ করা হয়েছে মর'গানের ওপরও।

মর'গান অবশ্য তার দোষ মেনে নিয়েছেন। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। আইপিএল কর্তৃপক্ষ বি'ষয়টি নিশ্চিত করেছে।

এই আসরে এই প্রথম স্লো ওভার রেটের কারণে জরিমানা গু'নলেন কলকাতার অধিনায়ক। একই ভুল দ্বিতীয় বার হলে আইপিএলের ‘কোড অব কন্টাক্ট’ অনুযায়ী দ্বিগু'ণ জরিমানা গু'নতে হবে তাকে। এছাড়াও দলের বাকি সদস্যদের গু'নতে হবে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা।

তৃতীয়বার একই ভুল করলে এক ম্যাচের নিষে'ধাজ্ঞা-সহ জরিমানা গু'নতে হবে ৩০ লাখ রুপি। সেই স'ঙ্গে দলের বাকি সদস্যদের গু'নতে হবে ১২ লাখ রুপি কিংবা ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা।

উল্লেখ্য, মর'গানের আগে চতুর্দশ আসরে একবার করে জরিমানা গু'নেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ম হে'ন্দ্র সিং ধোনি ও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ