ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

রিভিউ নিলো বাংলাদেশ করুনারত্নের নিশ্চিত আউট বাচিয়ে দিলো থার্ড আম্পায়ার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৩ ১৯:৪৯:৫৬
রিভিউ নিলো বাংলাদেশ করুনারত্নের নিশ্চিত আউট বাচিয়ে দিলো থার্ড আম্পায়ার

ঘটনা শ্রীলঙ্কার ইনিংসের ৭১ তম আর দিনের শেষ ওভারের দুই ওভার আগের ঘটনা। তাইজুলের করা বলটি আপাত দৃষ্টিতে করুনারত্নের ব্যাটে লাগতে দেখা যায়। ব্যাট আর প্যাডের গ্যাপ না থাকায় কিছুটা হলেও দ্বিধায় পড়ে গিয়েছিলেন বাংলাদেশি খেলোয়াড়েরা। আম্পায়ারও তাইজুলের আবেদন নাকচ করে দেন।

তাইজুলকে বলতে শোনা যায়, ‘ব্যাটে না লাগলে আউট’। ফলে রিভিউ নেয় বাংলাদেশ। রিপ্লেতে দেখা যায় বল সরাসরি ব্যাটে এসে লাগছে। স্বভাবতই নট আউট হবার কথা। থার্ড আম্পায়ার রবীন্দ্র উইমালাসিরিও নট আউট ঘোষণা করেন। কিন্তু আসল নাটক শুরু হয় পুনরায় খেলা শুরুর পর।

নতুন করে দেখানো রিপ্লেতে দেখা যায়, সামান্য ডাউন দ্যা উইকেটে এসে খেলায় বল ব্যাটে আসার আগেই করুনারত্নের পিছনের পার জুতার উপরের অংশে সামান্য স্পর্শ করেছে। কিন্তু ততক্ষণে তা থার্ড আম্পায়ারের চোখ ফাকি দিয়ে গেছে। পরে রিপ্লেতে দেখা যায় বল মিডল স্ট্যাম্পে হিট করছে।

নিয়ম অনুসারে আউট পাওয়ার কথা ছিল বাংলাদেশের৷ কিন্তু অসাবধানি আম্পায়ারিংয়ের ফলে লঙ্কানদের সবচেয়ে বড় উইকেটটি থেকে বঞ্চিত হয়েছেন তাইজুল ইসলাম। হারিয়েছেন একটি মূল্যবান রিভিউ। যা নিয়ে পরে হেড কোচ রাসেল ডোমিঙ্গোকেও ক্ষোভ ঝাড়তে দেখা যায়।কিন্তু ততক্ষণে যা হবার তা ঘটেই গেছে।

শেষ বেলায় ভাগ্যবান শ্রীলঙ্কা দিন শেষ করেছে ৩ উইকেট হারিয়ে ২২৯ রানে। করুনারত্নে অপরাজিত আছেন শতক থেকে মাত্র ১৫ রান দূরে। শেষের দিকে এই উইকেটটি পেলে অনেকখানি এগিয়ে থেকেই দিন শেষ করতে পারতো বাংলাদেশ। পাল্লেকেলেতে এখনো স্বাগতিকদের চেয়ে ৩১২ রানে এগিয়ে আছে বাংলাদেশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ