ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মাঝ পথে এসে আইপিএলেকে না বললেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৩ ২১:১৩:১৭
মাঝ পথে এসে আইপিএলেকে না বললেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত সফরে গিয়েছিলেন আর্চার। খেলেন টেস্ট ও ওয়ানডে সিরিজ, তবে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি তিনি। আগের চোট আবারও ভুগাচ্ছিল আর্চারকে। শেষ পর্যন্ত সিরিজ অসমাপ্ত রেখেই ইংল্যান্ডে ফিরে যান তিনি। সিদ্ধান্ত হয় অস্ত্রোপচার করানো হবে এই ডানহাতি পেসারের।

মার্চ মাসেই আর্চারের আঙুলে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার করে দেখা যায় তার আঙুলে ছিল কাঁচের টুকরা। এই বিপদ আর্চার নিজেই বাঁধিয়েছিলেন। নিজ বাড়িতে আসবাবপত্র পরিষ্কার করছিলেন তিনি। সেই সময় তার হাত থেকে পড়ে যায় কাঁচের অ্যাকুরিয়াম। সেটি ভেঙেই আর্চারের আঙুলে ঢুকে গিয়েছিল কাঁচের টুকরা, তবে তিনি তখন সেটা বুঝতে পারেননি।

গত কয়েক সিরিজ ধরেই খেলার সময় আর্চার অস্বস্তি বোধ করতেন। অস্ত্রোপচার করে আঙুলে কাঁচের টুকরা পাওয়ার পরেই বোঝা যায় আর্চারের ওই অস্বস্তির কারণ আসলে কী ছিল।

অস্ত্রোপচারের পরে এই সপ্তাহেই অনুশীলনে ফিরেছেন আর্চার। তবে ঝুলে ছিল তার আইপিএল খেলা। শেষ পর্যন্ত আইপিএল না খেলার সিদ্ধান্তই হয়েছে। আর্চার পুরোদমে অনুশীলন শুরু করবেন আগামী সপ্তাহে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে তার দল সাসেক্সের সাথে অনুশীলন শুরু করবেন তিনি। অর্থাৎ চলতি আসরের আইপিএলে আর খেলা হচ্ছে না আর্চারের।

এই ইংলিশ পেসার আইপিএলে ছিলেন রাজস্থান রয়্যালসে। দলটিতে খেলছেন বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আর্চার আর এবারের আসরে না ফেরায় মুস্তাফিজের একাদশে থাকার পথ আরও সুগম হলো। রাজস্থানের প্রথম চার ম্যাচেই অবশ্য একাদশে ছিলেন মুস্তাফিজ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ