ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আজ আইপিএলে ঘটলো অবিশ্বাস্য ঘটনা ৬ বলে নয় ওভার হলো ৯ বলে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৩ ২৩:৩৬:৪০
আজ আইপিএলে ঘটলো অবিশ্বাস্য ঘটনা ৬ বলে নয় ওভার হলো ৯ বলে

১৫ ওভারে পঞ্জাব ৯৯/১

জয়ন্ত যাদবের ওভারে ৬ রান ওঠে। ১টি ছক্কা হাঁকান গেইল। ১৫ ওভারে পঞ্জাব ৯৯/১।

১৪ ওভারে পঞ্জাব ৯৩/১পোলার্ডের ওভারে ১১ রান ওঠে। ১টি ছক্কা মারেন লোকেশ রাহুল। ১৪ ওভারে পঞ্জাব ৯৩/১। ৬ ওভারে তাদের দরকার ৩৯ রান। রাহুল ৪৮ রানে ব্যাট করছেন।

৭ ওভারে পঞ্জাবের দরকার ৫০ রানজয়ন্ত যাদবের ওভারে জোড়া বাউন্ডারি মারেন ক্রিস গেইল। ওভারে মোট ১২ রান ওঠে। ১৩ ওভার শেষে পঞ্জাব ৮২/১। ৭ ওভারে জয়ের জন্য তাদের দরকার ৫০ রান। রাহুল ৩৯ ও গেইল ১৭ রানে ব্যাট করছেন।

১২ ওভারে পঞ্জাব ৭০/১রাহুল চাহারের ওভারে ৭ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন গেইল। ১২ ওভারে পঞ্জাব ৭০/১।

১১ ওভারে পঞ্জাব ৬৩/১জয়ন্ত যাদবের ওভারে ১ রান ওঠে। ১১ ওভারে পঞ্জাব ৬৩/১। জয়ন্ত ২ ওভারে মাত্র ২ রান খরচ করেন।

১০ ওভারে জয়ের জন্য পঞ্জাবের দরকার ৭০ রানঅর্ধেক ইনিংস শেষ। ১০ ওভারে পঞ্জাব ১ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে। ১০ ওভারে জয়ের জন্য পঞ্জাবের দরকার ৭০ রান। রাহুল ৩৩ ও গেইল ৩ রানে ব্যাট করছেন।

পঞ্জাব ৯ ওভার শেষে ৫৭/১জয়ন্ত যাদবের ওভারে ১ রান ওঠে। পঞ্জাব ৯ ওভার শেষে ৫৭/১।

আগরওয়াল আউটঅবশেষে পঞ্জাবের ওপেনিং জুটি ভাঙেন রাহুল চাহার। অষ্টম ওভারের দ্বিতীয় বলে তিনি ফিরিয়ে দেন মায়াঙ্ককে। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২০ বলে ২৫ রান করে সূর্যকুমারের হাতে ধরা পড়েন আগরওয়াল। পঞ্জাব ৫৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রিস গেইল। চাহারের ওভারে ৪ রান ওঠে। ৮ ওভারে পঞ্জাব ৫৬/

৫০ রানের গণ্ডি টপকাল পঞ্জাবসপ্তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় পঞ্জাব কিংস। ক্রুণালের ওভারে ৭ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন আগরওয়াল। ৭ ওভারে পঞ্জাব ৫২/০। রাহুল ২৬ ও মায়াঙ্ক ২৫ রানে ব্যাট করছেন।

পাওয়ার প্লে'র খেলা শেষবুমরাহর ওভারে ৫ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন আগরওয়াল। ৬ ওভারে পঞ্জাব কোনও উইকেট না হারিয়ে ৪৫ রান তুলেছে।

৫ ওভারে পঞ্জাব ৪০/০চাহারের ওভারে ৩ রান ওঠে। ৫ ওভারে পঞ্জাব ৪০/০।

৪ ওভারে পঞ্জাব কিংস ৩৭/০বোল্টের ওভারে ২টি বাউন্ডারি মারেন মায়াঙ্ক। ওভারে মোট ১২ রান ওঠে। ৪ ওভারে পঞ্জাব কিংস ৩৭/০। রাহুল ২১ ও মায়াঙ্ক ১৫ রানে ব্যাট করছেন।

বুমরাহকে ছক্কা হাঁকালেন রাহুলবুমরাহর ওভারে ১টি ছক্কা মারেন লোকেশ রাহুল। ওভারে মোট ৯ রান ওঠে। ৩ ওভার শেষে পঞ্জাব কিংস কোনও উইকেট না হারিয়ে ২৫ রান তুলেছে। রাহুল ১৯ রানে ব্যাট করছেন।

ক্রুণাল পান্ডিয়ার ওভারে ১৫ রান তোলে পঞ্জাবক্রুণাল পান্ডিয়ার ওভারে ২টি চার মারেন রাহুল। ১টি ছক্কা হাঁকান মায়াঙ্ক। ওভারে মোট ১৫ রান ওঠে। ২ ওভারে পঞ্জাব ১৬/০।

পঞ্জাবের রান তাড়া করা শুরুপঞ্জাবের হয়ে ওপেন করতে নামেন রাহুল ও আগরওয়াল। বোলিং শুরু করেন বোল্ট। প্রথম ওভারে ১ রান ওঠে।

পঞ্জাবের বোলিং পারফর্ম্যান্সশামি ২১ রানে ২টি, রবি ২১ রানে ২টি, হুডা ১৫ রানে ১টি, এর্শদীপ ২৮ রানে ১টি উইকেট নেন। হেনরিকস ৩ ওভারে মাত্র ১২ রান খরচ করেন।

মুম্বইয়ের ব্যাটিং পারফর্ম্যান্সডি'কক ৩, রোহিত ৬৩, ইশান ৬, সূর্যকুমার ৩৩, পোলার্ড অপরাজিত ১৬, হার্দিক ১, ক্রুণাল ৩ রান করেন।

শামি ৪ ওভারে ২১/২মহম্মদ শামি ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ২১ রানে ২ উইকেট নিয়ে।

মুম্বই ২০ ওভারে ১৩১/৬শামির শেষ ওভারে ৬ রান ওঠে। মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩১ রান তোলে। পোলার্ড ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। জয়ের জন্য পঞ্জাবের দরকার ১৩২ রান।

ক্রুণালকে ফেরত পাঠালেন শামিশেষ ওভারের পঞ্চম বলে ক্রুণালের উইকেট তুলে নেন শামি। ৩ বলে ৩ রান করে পুরানের হাতে ধরা পড়েন ক্রুণাল। মুম্বই ১৩০ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জয়ন্ত যাদব

হার্দিকের উইকেট তুলে নিলেন তরুণ অর্শদীপ১৯তম ওভারের প্রথম বলে পোলার্ডের হাতে ১টি ছক্কা হজম করেন অর্শদীপ। চতুর্থ বলে তিনি তুলে নেন হার্দিক পান্ডিয়ার উইকেট। ৪ বলে ১ রান করে হুডার হাতে ধরা পড়েন হার্দিক। মুম্বই ১২২ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রুণাল পান্ডিয়া। অর্শদীপের ওভারে ১১ রান ওঠে। ১৯ ওভারে মুম্বই ১২৫/৫।

রোহিতের উইকেট তুলে নিলেন শামি১৮তম ওভারের তৃতীয় বলে রোহাতির উইকেট তুলে নিলেন মহম্মদ শামি। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৬৩ রান করে ক্রিজ ছাড়েন মুম্বই অধিনায়ক। তাঁর ক্যাচ ধরেন অ্যালেন। ক্রিজে নতুন ব্যাটসম্যান হার্দিক। শামির ওভারে ৩ রান ওঠে। ১৮ ওভারে মুম্বই ১১৪/৪।

বিষ্ণোই ৪ ওভারে ২১/২আইপিএল ২০২১-এ প্রথম সুযোগেই নজর কাড়লেন রবি বিষ্ণোই। ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন তিনি।

সূর্যকুমার আউটআইপিএল ২০২১-এ প্রথম সুযোগেই জোড়া উইকেট তুলে নিলেন রবি বিষ্ণোই। ১৭তম ওভারের প্রথম বলে তিনি আউট করেন সূর্যকুমার যাদবকে। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৩৩ রান করে গেইলের হাতে ধরা পড়েন সূর্য। মুম্বই ১০৫ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান পোলার্ড। বিষ্ণোইয়ের ওভারে ৬ রান ওঠে। ১৭ ওভারে মুম্বই ১১১/৩।

মুম্বই ইন্ডিয়ান্স ১০০১৬ ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে মুম্বই ইন্ডিয়ান্স। শামির ওভারে ৮ রান ওঠে। ১টি চার মারেন সূর্যকুমার। ১৬ ওভারে মুম্বই ১০৫/২

১৫ ওভারে মুম্বই ৯৭/২ফ্যাবিয়ান অ্যালেনের ওভারে ৯ রান ওঠে। ১৫ ওভারে মুম্বই ৯৭/২। ১টি বাউন্ডারি মারেন রোহিত। তিনি ৬০ ও সূর্যকুমার ২৭ রানে ব্যাট করছেন।

১৪ ওভারে মুম্বই ৮৮/২বিষ্ণোইয়ের ওভারে ১২ রান ওঠে। ১টি করে চার মারেন রোহিত ও সূর্যকুমার। ১৪ ওভারে মুম্বই ৮৮/২।

রোহিতের হাফ-সেঞ্চুরি৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত।

১৩ ওভারে মুম্বই ৭৬/২অর্শদীপের ওভারে ১০ রান ওটে। ১টি ছক্কা মারেন সূর্যকুমার। ১৩ ওভারে মুম্বই ৭৬/২।

১২ ওভারে মুম্বই ৬৬/২হুডার ওভারে ১০ রান ওঠে। ১টি ছক্কা মারেন রোহিত। ১২ ওভারে মুম্বই ৬৬/২। রোহিত ৪৬ রানে ব্যাট করছেন।

মুম্বই ইন্ডিয়ান্স ৫০ইনিংসের ১১তম ওভারে মুম্বই ইন্ডিয়ান্স দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায়। অর্শদীপের ওভারে ১টি বাউন্ডারি মারেন সূর্যকুমার। ওভারে মোট ৭ রান ওঠে। ১১ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ২ উইকেটে ৫৬ রান তুলেছে।

মুম্বই ১০ ওভারে ৪৯/৫ইনিংসের দশম ওভারে ম্যাচের প্রথম ছক্কা মারেন রোহিত।অ্যালেনের ওভারে ১০ রান ওঠে। মুম্বই ১০ ওভারে ৪৯/৫।

৯ ওভারে মুম্বই ৩৯/২বিষ্ণোইয়ের ওভারে ২ রান ওঠে। ৯ ওভারে মুম্বই ৩৯/২।

অবশেষে হাত খুললেন রোহিতঅ্যালেনের বলে ২টি বাউন্ডারি মারেন রোহিত। ওভারে মোট ১১ রান ওঠে। ৮ ওভারে মুম্বই ৩৭/২। রোহিত ২৫ বলে ২৭ রান করে ব্যাট করছেন।

ইশানকে ফিরিয়ে দিলেন রবিসুযোগ পেয়েই টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা রাখেলন রবি বিষ্ণোই। সপ্তম ওভারের শেষ বলে তিনি তুলে নেন ইশান কিষাণের উইকেট। ১৭ বলে ৬ রান করে ইশান রাহুলের দস্তানায় ধরা পড়েন। মুম্বই ২৬ রানে ২ উইকেট হারায়। বিষ্ণোইয়ের প্রথম ওভারে ৫ রান ওঠে। ক্রিজে নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

পাওয়ার প্লে'র ৬ ওভারে মুম্বই ২১/১পাওয়ার প্লে'র ৬ ওভারে ১টি মাত্র বাউন্ডারির সাহায্যে ১ উইকেটের বিনিমেয় ২১ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত ১৬ বলে ১২ ও ইশান ১৫ বলে ৫ রান করে ব্যাট করছেন। শামির ওভারে ৪ রান ওঠে।

পঞ্চম ওভারে প্রথম বাউন্ডারি মুম্বইয়েরপঞ্চম ওভারে হেনরিকসের শেষ বলে ম্যাচের প্রথম বাউন্ডারি আসে মুম্বই ইন্ডিয়ান্সের। চার মারেন রোহিত শর্মা। ওভারে মোট ৫ রান ওঠে। ৫ ওভার শেষে মুম্বই ১ উইকেটে ১৭ রান তুলেছে। হেনরিসক ৩ ওভারে ১২ রান খরচ করেছেন।

৪ ওভারে মুম্বই ১২/১হুডার ওভারে মাত্র ২ রান ওঠে। ৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ১ উইকেট হারিয়ে মাত্র ১২ রান তুলেছে।

৩ ওভারে মুম্বই ১০/১হেনরিকসের ওভারে ৩ রান ওঠে। ৩ ওভারে মুম্বই ১০/১।

ডি'ককে ফেরালেন দীপক হুডাদ্বিতীয় ওভারে দীপক হুডার শেষ বলে আউট হলেন কুইন্টন ডি'কক। ৫ বলে ৩ রান করে হেনরিকসের হাতে ধরা পড়েন ডি'কক। মুম্বই ৭ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ইশান কিষাণ। ওভারে মোট ৩ রান ওঠে।

১ ওভারে মুম্বই ৪/০হেমরিকসের ওভারে বিনা উইকেটে ৪ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। চতুর্থ বলে রোহিতকে আউট দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে যান মুম্বই অধিনায়ক।

ম্যাচ শুরুরোহিতের সঙ্গে ওপেন করতে নামেন ডি'কক। বোলিং শুরু করেন হেনরিকস।

মুম্বইয়ের প্রথম একাদশরোহিত সর্মা (ক্যাপ্টেন), কুইন্টন ডি'কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, জয়ন্ত যাদব, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ।

পঞ্জাবের প্রথম একাদশলোকেশ রাহুল (ক্যাপ্টেন ও উইকেটকিপার), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরান, শাহরুখ খান, মইজেস হেনরিকেস, ফ্যাবিয়ান অ্যালেন, মহম্মদ শামি, রবি বিষ্ণোই ও অর্শদীপ সিং।

রবি বিষ্ণোইকে মাঠে নামাল পঞ্জাবমুরুগান অশ্বিনের বদলে রবি বিষ্ণোইকে মাঠে নামিয়ে ভাগ্য বদলাতে মরিয়া পঞ্জাব কিংস। পঞ্জাবের প্রথম একাদশে এই একটি মাত্র রদবদল হয়। মুম্বই ইন্ডিয়ান্স অপরিবর্তিত প্লেয়িং ইলেভেনে মাঠে নামে।

টস জিত পঞ্জাবমুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল পঞ্জাব কিংস। টস জিতে পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ