ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ব্রেকিং নিউজ: সাকিবকে একাদশে রেখে নতুন করে দল ঘোষণা করলো কলকাতা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৪ ১০:৩৭:১১
ব্রেকিং নিউজ: সাকিবকে একাদশে রেখে নতুন করে দল ঘোষণা করলো কলকাতা

এবারের আইপিএল দুই দলেরই অবস্থা যথেষ্ট ভয়াবহ। জয় একেবারে নেই বললেই চলে। প্রথম চার ম্যাচ শেষে দুই দলেরই সমান ২ পয়েন্ট। এবার নিজেদের প্লে অফের আশা টিকিয়ে রাখতে হলে পরবর্তী ম্যাচে জয়ের বিকল্প নেই কারও সামনেই।

গতকাল রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৭৭ রান করেও ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে রাজস্থান রয়্যালস। তারা তাদের বোলিং ডিপার্টমেন্টের মূল বোলার জোফরা আর্চার কে মিস করছে সেটা অনুমেয়ই। তাই আগামী ম্যাচেও তার জায়গায় মুস্তাফিজুর রহমানকেই দেখা যাবে। তবে পরের ম্যাচে মানন বোহরা কে বসিয়ে তাদের একাদশে এবারের আইপিএলে প্রথম ম্যাচের জন্য ফেরাবে জাইসওয়াল কে।

কোলকাতা নিজেদের শেষ ম্যাচে এবারের আইপিএলে সেরা লক্ষ্য তাড়া করার রেকর্ড গড়তে যাচ্ছিল রাসেল, কার্তিক ও কামিন্সের ব্যাটে যদিও শেষ পর্যন্ত হেরে যায় ১৮ রানে।

কালকে কোলকাতা নাইট রাইডার্সের শিবিরে ফিরবে সাকিব আল হাসান। সুনীল নারিন ফেরার প্রথম ম্যাচে করতে পারেনি ভালো পারফর্ম। তাই তার বদলে সাকিব কে ফিরিয়ে আনলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এছাড়াও ত্রিপাতির বদলে আসতে পারে রিংকু সিং ও হারভাজন সিং এর বদলে আসতে পারে কুলদ্বীপ যাদব।

এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ:-

সাঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেট কিপার), জস বাটলার, জাইসওয়াল, শিবাম ডুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াতিয়া, ক্রিস মরিস, শ্রেয়াস গোপাল, চেতান শাকারিয়া ও মুস্তাফিজুর রহমান।

কোলকাতা নাইট রাইডার্স:- নিতিশ রানা, সুবমান গিল, রিংকু সিং, ইয়ন মরগান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (উইকেট কিপার), সাকিব আল হাসান, প্যাট কামিন্স, কুলদ্বীপ যাদব/হরভজন সিং, প্রসীদ কৃষ্ণা, ভরুন চক্রবর্তী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ