ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

চলতি টেস্ট ম্যাচের ফলাফল কি হবে অগাম বলে দিলেন থিরিমানে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৪ ১২:২৮:৩৯
চলতি টেস্ট ম্যাচের ফলাফল কি হবে অগাম বলে দিলেন থিরিমানে

৩য় দিন শেষে ১২৫ বলে ৫৮ রান করা থিরিমানে বলেন, “উইকেটটা একবারেই ধীর গতির। এখানে হুট করে বড় ধরনের বিপদ ঘটার আশঙ্কা দেখছি না। টেস্ট ম্যাচটা নিশ্চিত ড্রয়ের দিকেই এগু'চ্ছে। তবে আপাতত ফল নিয়ে না ভেবে দ্বিতীয় ইনিংসে কিভাবে ব্যক্তিগত রানটা বাড়ানো যায় সেটা নিয়েই আমি ভাবছি।”

পাল্লেকেলেতে ৩য় দিনের শেষ বিকেলে কছুটা হলেও স্পিনে টার্ন দেখা গেছে। বলে ব্যাটে সংযোগ ঘটাতে কিছুটা হলেও সমস্যা হয়েছে উইকে'টে থাকা দুই ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে আর ধনঞ্জয়া ডি সিলভার। আর এই ব্যাপারটিই আশা দেখাচ্ছে তাইজুল ইসলামকে।

তাইজুল মনে করেন চতুর্থ দিন সকালে দ্রুত দুই তিনিটি নিতে পারলে এখনো ফল আনা সম্ভব। সেই লক্ষ্যেই আজ খেলবে বাংলাদেশ। ফলে এখনই হাল ছাড়তে নারাজ এই স্পিনার।

শ্রীলঙ্কা থেকে তাইজুল বলেন, “স্পিন বল হোক বা পেস বল হোক, আমা'দের অনেক ডিসিপ্লিনের মধ্যে থেকে বল করতে হবে। আ মর'া যদি ডিসিপ্লিন বজায় রেখে কাজ করতে পারি, তাড়াতাড়ি কিছু করতে পারি (উইকেট নিতে), তবে জেতার মতো জায়গায় যেতে পারবো।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

বিনিয়োগকারীদের জন্য ১৯৫০% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য ১৯৫০% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ১৯৫০% ডিভিডেন্ড! ম্যারিকো বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য নিয়ে এলো বড় সুখবর শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ২০২৪ অর্থবছরের জন্য... বিস্তারিত