ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ব্রেকিং নিউজ:রাজস্থান রয়্যালসের দূর্ভাগ্য,কিন্ত মুস্তাফিজের জন্য সৌভাগ্য উপহার দিল জোফরা আর্চার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৪ ১৩:০৫:০২
ব্রেকিং নিউজ:রাজস্থান রয়্যালসের দূর্ভাগ্য,কিন্ত মুস্তাফিজের জন্য সৌভাগ্য উপহার দিল জোফরা আর্চার

আর এতে আইপিএলে মুস্তাফিজুর রহমানের জন্য দারুন এক সুখবর এসেছে বলা চলে, যদিও ক্ষতি হয়েছে রাজস্থান রয়্যালসের। বলা যায় এক প্রকার স্বার্থক হয়েছে মুস্তাফিজের বাংলাদেশ শ্রীলংকা সফর বাদ দিয়ে ভারতে যাওয়া।

এই মুহূর্তে সাসেক্সে অবস্থান করছেন আর্চার। আগামী সপ্তাহে পুরোদমে অনুশীলন শুরু করবেন। আর ভারতে গেলে ৭দিনের বাধ্যতামূলক ৭দিনের কোয়ারেন্টাইন করতে হত তাকে।

এমন অবস্থায় রাজস্থান এবং আর্চার মিলে আইপিএল না খেলার সিদ্ধান্তে সম্মতিতে পৌঁছেছে। তাই আপাতত সাসেক্সেই থাকছেন ইংলিশ এই পেসার। আগামী সপ্তাহে পুরোদমে বোলিংও শুরু করবেন তিনি।

ইসিবি বিবৃতিতে জানায়, ‘আগামী সপ্তাহে পুরোদমে অনুশীলন শুরু করবে আর্চার। সে সাসেক্সের সঙ্গেই থাকছে। আশা করা হচ্ছে সে দ্রুতই ক্রিকেটে ফিরবে এবং ব্যাথা ছাড়াই বোলিং চালিয়ে যেতে পারবে।

আর্চার কে হারিয়ে অনেক বিপদে পরেছে রাজস্থান রয়্যালস। এছাড়াও এবার ২য় ম্যাচে তারা হারিয়েছে ইংলিশ আরেক অল রাউন্ডার বেন স্টোকস কে। আঙ্গুল ভেঙে যাওয়ায় প্রায় ৩ মাসের মত মাঠের বাইরে থাকবেন তিনি। তাতে এবারের আইপিএল শেষ হয়ে গেছে তার। এছাড়াও লিয়াম লিভিংস্টোনেরও খেলার কথা ছিল কিন্তু সমস্যার কারনে তিনি ভারত ছেড়ে ইংল্যান্ডে চলে গেছে।

এবারের আইপিএলে ভালো করছে মুস্তাফিজ। প্রথম ম্যাচে বাজে বোলিং (উইকেট শুন্য থেকে ৪ ওভারে ৪৫ রান) করার পর বলা যায় দলের সেরা বোলারই এখন তিনি। গত ম্যাচেও দলের হয়ে ভালো বোলিং করেছে কাটার মাস্টার। আর্চার ফিরলে বাদ পরতে হত তাকে।তাই এক প্রকার সুসংবাদই বলা যায় আর্চারের না থাকা তার জন্য।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ