ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আমরা অনেক বেশি বলি: নাজমুল হাসান পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৪ ১৫:০৩:০৪
আমরা অনেক বেশি বলি: নাজমুল হাসান পাপন

অনেক পরিকল্পনা বর্তমান কভিড পরিস্থিতির কারনে করা যাচ্ছে না বলেই মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন৷ তিনি বলেন,

” এটা খুব কঠিন, কিছু করতে পারতেছি না। যা যা প্ল্যান ছিল ডেভেলপমেন্টের, সেটা তো হচ্ছে না কোভিডের কারনে। এটা অনেকেরই হচ্ছে, শুধু একা বাংলাদেশের না।

জেতার পর কিংবা হারবার পর আমরা অনেক বেশি চাপ দিই ক্রিকেটারদের। অনেক বেশি আলোচনা কিংবা শোরগোল হয় যেটির বিপক্ষে নাজমুল হাসান পাপন। তিনি বলেন,

” আমি যেটা আপনাদের বলছি, জেতার পর বেশি খুশি হওয়ার কিছু নাই,হেরে গেলে বেশি কষ্ট পাওয়ার কিছু নাই। হারলে তো কষ্ট লাগবেই, আমরা চাই বাংলাদেশ সবগুলো ম্যাচে জিতুক, কিন্তু আমরা এত বেশি বলি, অনেক সময় এটা টিমের ওপর ইফেক্ট ফেলে।

বাংলাদেশ দলের সামর্থ্য আছে অন্য যে কোন দলকে হারানোর কিন্তু দল হিসেবে শক্তিমত্তার জায়গায় যে অনেক পিছিয়ে বাংলাদেশ সেটিও বললেন তিনি। করোনা টিকার দ্বিতীয় ডোজ নেবার পর তিনি বলেন,

” আপনাদেরকে আমি একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি যে আমি মনে প্রানে বিশ্বাস করি। আমরা এমন কোনো দল নাই, যাদের হারাতে পারি না, তাই বলে আমরা কিন্তু বেস্ট দল না। কেউ যদি মনে করে আমরা মনে করছি আমরা বেস্ট দল, না, প্রশ্নই উঠে না।

নিজেদের শক্তির জায়গাগুলোকে লালন করা এবং টিকিয়ে রাখাটা বড় চ্যালেঞ্জ মনে করছেন নাজমুল হাসান পাপন। পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে বিশ্বসেরা হবার স্বপ্নের কথাও জানিয়েছেন নাজমুল হাসান পাপন।

” কিন্তু আমাদের সে পটেনশিয়াল আছে, সেটা ধারাবাহিক করাটাই বড় চ্যালেঞ্জ। আমাদের পাইপলাইনে যে প্লেয়ার আছে, নতুন খেলোয়াড় আছে, ওদের খেলা দেখি আমি সত্যিই আশাবাদী ওই দিন আর বেশি দূরে না যেখানে নাকি আমাদের টার্গেট, প্রথম পাঁচটা দলের মধ্যে থাকব, সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ “

শ্রীলংকা সফরের প্রথম টেস্টে ব্যাটিংয়ে ভালো করে নিজেদের বস নাজমুল হাসান পাপনকে পাশেই পাচ্ছেন ক্রিকেটাররা৷ ধারাবাহিক পারফরম্যান্স করে বিসিবি সভাপতির স্বপ্নগুলোকে আরো জীবন্ত করতে পারবেন কিনা ক্রিকেটাররা সে প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতেই হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ