ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

একাদশ কী হচ্ছে, টস জিতে বোলিং নিবে নাকি ব্যাটিং- এখন সেটা জানি : পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৪ ১৫:৩০:০৫
একাদশ কী হচ্ছে, টস জিতে বোলিং নিবে নাকি ব্যাটিং- এখন সেটা জানি : পাপন

দলের ভেতর কী হচ্ছে না হচ্ছে এসব নিয়ে মিডিয়ার বেশ কয়েকবারই বিতর্ক সৃষ্টি করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। অনেক সময় একাদশ কেমন হবে, টস জিতলে কী করবে? সব আগে থেকে জানিয়ে রাখলেও ম্যাচে দেখা যেত ভিন্ন দৃশ্য। এই তো ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে টস এবং একাদশ নির্বাচন নিয়েও মুমিনুলের উপর নাখোশ ছিলেন বিসিবি প্রধান।

তবে চলমান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের সব খবরই রাখছেন তিনি। চলমান টেস্টে বাংলাদেশের একাদশ কেমন হবে? টস জিতলে কী নিবে? সবই আগে থেকে জানতেন বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। মিডিয়ার সঙ্গে আলাপকালে তিনি বলেন,

“এবার যেটা হচ্ছে, অন্তত জানি- একাদশ কী হচ্ছে, টসে জিতে বোলিং নিবে নাকি ব্যাটিং, এই জিনিসগুলো জানি। আগে যেটা ছিল, এই জিনিসগুলো জানতামই না। জানলে যেটা হয়, আমার যদি কিছু বলার থাকে, বলতে পারি। সেদিক থেকে যোগাযোগ শুরু হয়েছে।”

শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দলের সঙ্গে টিম লিডার হিসেবে গিয়েছেন খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরে থাকলেও এই সিরিজ দিয়ে আবারো দলের সঙ্গে ফিরেছেন তিনি। পাপন জানান, খালেদ মাহমুদ সব সময়ই দলকে উজ্জীবিত করার চেষ্টা করে।

“অবশ্যই খালেদ মাহমুদ সেখানে থাকাতে আমার মনে হয় টিমের মধ্যে আরও স্পিরিটেড হওয়া উচিত। হওয়ার মতোই একজন, সবসময়ই দলকে উজ্জ্বীবিত করার চেষ্টা করে সে।। ওই দিক থেকে চিন্তা করলে ঠিক আছে।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

বিনিয়োগকারীদের জন্য ১৯৫০% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য ১৯৫০% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ১৯৫০% ডিভিডেন্ড! ম্যারিকো বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য নিয়ে এলো বড় সুখবর শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ২০২৪ অর্থবছরের জন্য... বিস্তারিত