ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

চরম দু:সংবাদ: বন্ধ হয়ে গেলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৪ ১৭:০৫:০৩
চরম দু:সংবাদ: বন্ধ হয়ে গেলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচ

তৃতীয় দিনে সেই অভাব কিছুটা পুষিয়ে দেয়া গিয়েছিল বাড়তি সময় খেলে। কিন্তু চতুর্থ দিনে আবারও প্রকৃতি বিরূপ আচরণ করলো। তৃতীয় সেশন শুরু হতে না হতেই আলোর স্বল্পতায় বন্ধ করে দিতে হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্টটি। মৌসুমী বায়ুর কারণে পাল্লেকেলের আকাশে ঘনকালো মেঘ দেখা যাওয়ার কারণে আলোর স্বল্পতা দেখা দেয়।

বাংলাদেশের ৭ উইকেটে ৫৪১ রানে ইনিংস ঘোষণার পর চতুর্থ দিনের খেলা বন্ধ হওয়ার আগে ৩ উইকেটে ৪৫৭ রান তুলেছে শ্রীলঙ্কা। টাইগারদের থেকে এখন তারা পিছিয়ে আছে ৮৪ রানে।

চতুর্থ দিনে দুই সেশনের মতো খেলা হলেও একটি উইকেটও তু্লে নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। সবমিলিয়ে ৭৬.৩ ওভার কাটিয়ে দিয়েছেন দিমুথ করুনারত্নে আর ধনঞ্জয়া ডি সিলভা, জুটিতে তারা এখন পর্যন্ত যোগ করেছেন ২৬৭ রান। এর মধ্যে প্রথম সেশনে ৩১ ওভারে ১০২ আর দ্বিতীয় সেশনে ৩০ ওভারে ১১১ রান তুলেন এই যুগল।

তৃতীয় সেশনে মাত্র ৫ ওভার খেলা হওয়ার পরই আকাশের কালো মেঘে অন্ধকার হয়ে যায় চারদিক। ফলে আম্পায়াররা বাধ্য হয়ে খেলা বন্ধ করেছেন। চতুর্থ দিনে প্রায় ৩২ ওভারের মতো বাকি ছিল।

ব্যাটিং উইকেটে বাংলাদেশের বোলারদের ঘাম ঝরিয়ে ছাড়ছে লঙ্কানরা। করুনারত্নে আর ধনঞ্জয়া- দুই ব্যাটসম্যানই সেঞ্চুরি পেরিয়ে ডাবল সেঞ্চুরির দিকে মুখ করে আছেন।এর মধ্যে লঙ্কান অধিনায়ক করুনারত্নে ডাবলের বেশি কাছে।

৩৭৮ বল মোকাবেলায় ১৯ বাউন্ডারিতে করুনারত্নে অপরাজিত ১৯২ রানে। ২৫৯ বলে তারই সমান বাউন্ডারি হাঁকিয়ে ১৪১ রানে অপরাজিত আছেন ধনঞ্জয়া। এত বড় ইনিংসেও দুজন ছক্কা হাঁকাননি। বোঝাই যাচ্ছে, ব্যাটিং উইকেটে কোনো ধরনের ঝুঁকি নিয়ে আউট হতে নারাজ তারা।

সেক্ষেত্রে বাংলাদেশি বোলারদের আসলে কিছুই করার নেই। ব্যাটসম্যান ভুল না করলে এই পিচে উইকেট পাওয়া কঠিন। কঠিন বললে ভুল হবে, বলতে গেলে অসম্ভব। এখন একটাই লক্ষ্য হতে পারে, দুই ব্যাটসম্যানের রান আটকে রাখার চেষ্টা করা। তাতে ম্যাচ ড্র হলেও অন্ততপক্ষে নিজেদের পারফরম্যান্সে তুষ্ট থাকতে পারবেন তাসকিন-তাইজুলরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ